উচ্চ মাধ্যমিক এইচএসসি সকল বিষয়ের পাশ নম্বর ( HSC All Subject Pass Mark ) আজকে আমরা তুলে ধরব। শিক্ষার্থীরা জানতে পারবে তাদের কোন বিষয়ে কত নম্বরে পাশ হয়।
মূলত এখানে শিক্ষার্থীদের পাঁচ ভাগে ভাগ করে পরীক্ষা আয়োজন করা হয়। ৭০ টির উপরে সাবজেক্ট এর উপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা আয়োজন করে থাকে।
জাতীয় শিক্ষকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ডের 2017 সালের পরীক্ষা নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের এই নিয়মে পরীক্ষা হয়ে থাকে। আমরা নিচে বিভাগ গুলো তুলে ধরছিঃ
- বাংলা
- ইংরেজি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- 75 নম্বরে ব্যবহারিক পরীক্ষা
- ১০০ নম্বরের স্বাভাবিক পরীক্ষা
বাংলা Pass Mark
বাংলার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রথম পত্রে ৭০ নম্বর এবং দ্বিতীয় পত্রে ১০০ নম্বরের রচনামূলক পরীক্ষা দিয়ে থাকে।
এখানে ১৭০ এর মধ্যে যদি শিক্ষার্থী ৫৬ নম্বর পায় তাহলে শিক্ষার্থী পাস দেখাবে, আর 30 নম্বর বাংলা প্রথম পত্রে নৈব্যক্তিক পরীক্ষা দিয়ে থাকে।
যেখানে শিক্ষার্থীকে আলাদাভাবে ১০ নম্বর পেতে হবে। সর্বমোট ২০০ নম্বরের মধ্যে ৬৬ নম্বর পেলে শিক্ষার্থী বাংলা বিষয়ে পাশ করবে।
ইংরেজি Pass Mark
ইংরেজি পাস করার জন্য শিক্ষার্থীদের সর্বমোট ২০০ নম্বরের মধ্যে যদি ৬৬ নাম্বার পায় তাহলে হয়ে যাবে অর্থাৎ এখানে সম্পূর্ণ বিষয়টি একই সাথে মূল্যায়ন করা হয়।
২০০ নম্বরের মধ্যে ৬৬ নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে। প্রথম পদে দ্বিতীয় পত্র মিলিয়ে যেকোন ভাবে ২০০ নম্বরের মধ্যে ৬৬ নম্বর পেলেই হল।
তথ্য যোগাযোগ প্রযুক্তি Pass Mark
তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কোন ধরনের প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই, তাই এখানে সৃজনশীল ৫০ নম্বরে পরীক্ষা শিক্ষার্থীকে পাস করার জন্য ১৬ নম্বর পেতে হবে
এবং বহুনির্বাচনী পাস করার জন্য শিক্ষার্থীদের কে আট নম্বর পেতে হবে ও ব্যবহারিক এ পাস করার জন্য শিক্ষার্থীদের আট নম্বর পেতে হবে।
৭৫ নম্বরে পরীক্ষার Pass Mark
75 নম্বরে পরীক্ষা আয়োজন করা হয় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা ভূগোল গার্হস্থ্য বিজ্ঞান বিষয়গুলোতে।
যেখানে প্রতিটি বিষয়ে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে। এখানে শিক্ষার্থীদের পাস করার জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র
সৃজনশীল ৫০ নম্বর ও ৫০ নম্বর যোগ করে সর্বমোট ১০০ নম্বরের মধ্যে 32 নম্বর পেতে হবে এবং বহুনির্বাচনের
পাশ করার জন্য প্রথম পত্র ২৫ নম্বর ও দ্বিতীয় ২৫ নম্বর এর মধ্যে সর্বমোট শিক্ষার্থীকে ১৬ নম্বর পেতে হবে।
১০০ নম্বর পরীক্ষা Pass Mark
১০০ নম্বরের যে সকল বিষয় পরীক্ষা আয়োজন করা হয় তা হল, হিসাববিজ্ঞান ব্যবসা সংগঠন উৎপাদন ব্যবস্থাপনা অর্থনীতি ভূগোল
পৌরনীতি ইতিহাস যুক্তিবিদ্যা সমাজকর্ম সহ বিভিন্ন বিষয়। এখানে শিক্ষার্থীদের সৃজনশীল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে
সর্বমোট ১৪০ নম্বরে পরীক্ষায় যেখানে ৪৬ নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে। তাছাড়া বহুনির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ৬০ নম্বর পরীক্ষা হয় প্রথম পত্র
এবং দ্বিতীয় পত্র মিলিয়ে ২০ নম্বর শিক্ষার্থীদের পাশ করার জন্য দরকার। এখানে আলাদাভাবে শিক্ষার্থীরা ২০ নম্বর এবং ৪৬ নম্বর পেলেই শিক্ষার্থী পাশ করবে।
একাদশ দ্বাদশ শ্রেণী সকল বই ডাউনলোড - HSC Book PDF - Shovon Study
[…] […]