উচ্চ মাধ্যমিক পর্যায়ে HSC Exam বাংলা এবং ইংরেজি সম্পন্ন আলাদাভাবে হয়ে থাকে, যার কারণে এই বিষয়ে পাস মার্ক কিভাবে হয় জানেন অনেক শিক্ষার্থীর।
তাদেরকে আমরা জানাবো কিভাবে শিক্ষার্থীরা বাংলা এবং ইংরেজি বিষয় পাশ মার্ক নির্ণয় করবে এবং বোর্ডের নির্ধারিত নিয়ম গুলো কি কি।
মূলত বাংলা পরীক্ষা আয়োজন করা হয় তিনটি নিয়মে, যেখানে বাংলা প্রথম পত্র সৃজনশীল হয় ৭০ নম্বরে
বহুনির্বাচনি হয় ৩০ নম্বরে এবং বাংলা দ্বিতীয় পত্রে সরাসরি ১০০ নম্বরে পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে।
HSC Result 2024 kobe dibe ? dekhar niom
অন্যদিকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে থাকে, আবার দুই নিয়মে যেখানে প্রথম পত্র পরীক্ষা হয় সম্পূর্ণ
100 নম্বরে যার মধ্যে রিডিং এবং রাইটিং কার্ড থাকে। অন্যদিকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার ক্ষেত্রে গ্রামার এবং কম্পোজিশন থাকে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন পরীক্ষার রুটিন প্রকাশ করে, তখন সেই রুটিনের বিশেষ অংশে বলে দেওয়া হয়
সৃজনশীল রচনা মূলক অংশে শিক্ষার্থীদেরকে আলাদাভাবে পাশ করতে হবে। কোন একটি নির্ধারিত অংশ যদি শিক্ষার্থী ফেল করে তাহলে
তার সম্পূর্ণ সাবজেক্টের ফেল দেখাবে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বাংলা ইংরেজি আলাদা আলাদা পাশ করতে হবে তবে সব ক্ষেত্রে আলাদা পাস নয়।
উল্লেখ্য বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র নিয়ে মূলত বাংলা প্রথম বিষয় গঠিত হয়, আবার ইংরেজি প্রথম পত্র
ও দ্বিতীয় পত্র নিয়ে ইংরেজি বিষয় গঠিত হয়। HSC Exam রেজাল্ট প্রকাশ করে সরাসরি সময় শুধুমাত্র বাংলা এবং
ইংরেজি সাবজেক্টের নাম উল্লেখ করা থাকে। তাই এখানে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে HSC Exam রেজাল্ট তৈরি করা হয়।
বাংলা কিভাবে পাস ?
বাংলায় পাস করার জন্য শিক্ষার্থীদের নিচের নিয়ম গুলো অনুসরণ করতে হবে। এক্ষেত্রে সর্বমোট ২০০ নম্বরের
মধ্যে শিক্ষার্থীদেরকে ৬৬ পেতে হবে পাশ করার জন্য। তবে ৬৬ আলাদা আলাদা ভাবে পেতে হবে। সে বিভাজন হলঃ
- বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী ৩০ নম্বর পাস মার্ক ১০ নম্বর
- বাংলা প্রথম পত্র সৃজনশীল ৭০ নম্বর ও বাংলা দ্বিতীয় পত্র মোট ১০০ নম্বর
- সর্বমোট ১০০ নম্বরের মধ্যে শিক্ষার্থীদেরকে ৫৬ নম্বর পেতে হবে পাশ করার জন্য
মূলত বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ বিষয়টি শিক্ষক দেখে থাকে, তাই এখানে শিক্ষার্থী ৩৩ নম্বর পেলে পাশ করবে।
তবে বাংলা প্রথম পত্র ৭০ নম্বরের সৃজনশীল খাতা শিক্ষক দেখে থাকে, এই দুইটি অংশ হচ্ছে রচনামূলক
এবং এ রচনা মূলক অংশ যদি শিক্ষার্থী সর্বমোট ৫৬ নাম্বার পায় তাহলে এখানে এসে পাশ করবে।
আর বহু নির্বাচনীতে আলাদাভাবে ১০ নম্বর পেতে হবে পাশ করার জন্য, 10 এর কম যদি কেউ পায় সে ক্ষেত্রে তার ফেল আসবে।
ইংরেজি কিভাবে পাশ ?
ইংরেজি বিষয়ে পাশ করার জন্য সহজ হিসাব প্রথম পত্র যদি ও দ্বিতীয় পত্র মিলিয়ে যদি শিক্ষার্থী ৬৬ নাম্বার পায় তাহলে তাকে পাস দেয়া হবে।
মূলত প্রথম পত্র নাম্বার কম পেয়ে দ্বিতীয় পত্র নাম্বার বেশি পেলেও সমস্যা নেই। এখানে মূল বিষয় হচ্ছে রচনা মূলক।
শিক্ষার্থীর ইংরেজি বিষয় সম্পূর্ণটাই রচনামূলক এবং ১০০ নম্বরের খাতা সরাসরি শিক্ষক পেয়ে থাকেম এখানে শিক্ষার্থী প্রথমও দ্বিতীয় পত্র মিলে ৬৬ নাম্বার পেলেই তাকে পাস দেওয়া হবে।
এইচএসসি রেজাল্ট ২০২৪ কবে দিবে ? - এইচএসসি
[…] HSC Exam Bangla & English Pass Mark […]