Shovon Study

Education News Website

SSC ICT MCQ Pass Mark 2024

SSC পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি কত নম্বরে পাশ করবে সে বিষয় নিয়ে অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলব।

বর্তমানে SSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে ২৫ নম্বরের। যেখানে সম্পন্ন বহুনির্বাচনী ২৫ নম্বর হয়ে থাকে।

এক্ষেত্রে বহু নির্বাচনী অনেক শিক্ষার্থী পরীক্ষা ভালো দেয়নি, অনেকের ছয় টি সাত টি অথবা আট টি প্রশ্ন হয়েছে।

এক্ষেত্রে তাদের পাশ করবে কিনা তা নিয়ে সংশয় মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয় পাস নিয়ে সে বিষয় নিয়ে আমরা কথা বলব।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে MCQ সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে। এখানে অতিরিক্ত কোন সুযোগ সুবিধা প্রদান করা হবে না,

শিক্ষার্থীরা যত নম্বর পাবে মূল রেজাল্টে তাদেরকে ঠিক তত নম্বরই প্রদান করা হবে। অতিরিক্ত কোন কিছু প্রদান করা হবে না।

তাছাড়া MCQ OMR অনেক শিক্ষার্থী পরীক্ষার বিভিন্ন ভুল করে এসেছে। বিশেষ করে রোল নাম্বার রেজি নম্বর ভুল করেছে,

অনেকে সেট করে ভুল করেছে। এ রকমের কোন ভুল হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি সে বিষয়ে খাতা বাতিল করে ফেল দিয়ে দিতে পারে।

SSC MCQ কত নম্বরে পাশ জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ২৫ নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীদের ৮.৩৩ পেতে পাস করার জন্য

অর্থাৎ আটটি থেকে নয়টি বহুনির্বচনি তাকে সঠিক হতে হবে, এর কম যদি কোন শিক্ষার্থী পায় তাহলে তার ফেল দেখাবে।

এছাড়া ব্যবহারিক সম্পূর্ণ আলাদা মূল্যায়ন করা হয়ে থাকে ব্যবহারিক শিক্ষার্থীদের আলাদাভাবে পাস করার জন্য ২৫ নম্বরে পরীক্ষা আট নম্বর পেতে হবে

অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা যখন হবে তখন সেখানে অংশগ্রহণ করতে হবে এবং আট নম্বর পেয়ে পাশ করতে হবে।

Leave a Reply