২০ লাখের অধিক শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এখন তাদের SSC Result 2024 প্রকাশ করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
কত তারিখে ফলাফল শিক্ষার্থীরা দেখতে পারবে অনলাইনে। সে বিষয়গুলো আজকে আমরা এখানে জানাবো। তাই শেষ পর্যন্ত পড়তে হবে এবং জেনে নিতে হবে,
কবে তারা এই ফলাফল প্রকাশ করবেন। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ডের অধীনে আলাদা আলাদাভাবে পরীক্ষা আয়োজন করেছে।
SSC Result 2024 নিয়ে আরও পড়ুনঃ
- Marksheet with SSC Result 2024 – All Education Board
- GPA 5 পেতে কয়টি বিষয় A+ পেতে হবে | SSC Exam
- ২ টি সুসংবাদ এসএসসি ২০২৪ খাতা দেখা নিয়ে
- SSC GPA System 2024 | A+ A A- B C D
যে সকল বোর্ডে পরীক্ষা হয়েছে তা হলঃ
- ঢাকা বোর্ড
- কুমিল্লা বোর্ড
- দিনাজপুর বোর্ড
- রাজশাহী বোর্ড
- বরিশাল বোর্ড
- সিলেট বোর্ড
- চট্টগ্রাম বোর্ড
- ময়মনসিংহ বোর্ড
- যশোর বোর্ড
- মাদ্রাসা বোর্ড
- কারিগরি বোর্ড
খুব সুন্দর ভাবে সকল পরীক্ষা আয়োজন করা হলেও এখন বর্তমানে ব্যবহারিক পরীক্ষা বাকি রয়েছে। ব্যবহারিক পরীক্ষা
শিক্ষার্থীরা সম্পন্ন করার পরে মূলত রেজাল্ট প্রকাশের সকল আনুষ্ঠানিকতা শুরু করা হবে। তবে প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল
তার খাতা ইতিমধ্যে শিক্ষকদের কাছে চলে গেছে। যা দেখা ইতিমধ্যে শিক্ষকরা শুরু করেছে এবং নম্বর মূল্যায়ন করা শুরু করেছে।
যেগুলো পরবর্তীতে বোর্ডের কাছে পাঠানো হবে এবং বোধ কর্তৃপক্ষ তার উপর ভিত্তি করে রেজাল্ট প্রস্তুত করবে।
রেজাল্ট কবে প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয় জানতে চাইলে তারা বলে এখন বর্তমানে শিক্ষকরা খাতা দেখছে সেই খাতা দেখা শেষ করে নম্বর তারা বোর্ডের কাছে পাঠাবে।
বোর্ড তার উপর ভিত্তি করে রেজাল্ট প্রস্তুত করবে। আনুষ্ঠানিকভাবে এরপরে সেই রেজাল্ট আমাদের কাছে হস্তান্তর করবে
অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা আসবে 11 টি শিক্ষা বোর্ডের রেজাল্ট। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব করা হবে SSC Result 2024 প্রকাশ করার জন্য।
যেখান থেকে প্রধানমন্ত্রী যেকোনো একটি দিন সময় দিবেন সেদিন আমরা ফলাফল প্রকাশ করব অর্থাৎ ফলাফল প্রকাশ করতে
গিয়ে অনেক ধরনের আনুষ্ঠানিকতার বিষয়ে রয়েছেন। তারপরও আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি SSC Result 2024 প্রকাশ করার।
পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম রয়েছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের
মধ্যে SSC Result 2024 প্রকাশ করার। এক্ষেত্রে আগামী মে মাসে মাঝেমধ্যে সময় অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে পরীক্ষার ফলাফল
প্রকাশ করতে আমরা পারে। ধারণ করা যাচ্ছে ৮ মে থেকে ১২ মে মধ্যে যেকোনো দিন পরীক্ষার ফলাফল প্রকাশ
করা হবে বলে হবে। তবে SSC Result 2024 নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল।
Leave a Reply