Shovon Study

Education News Website

অটোপাশের দাবিতে সারাদেশে এইচএসসি ২০২৪ আন্দোলন

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ২০২৪ পরীক্ষা অটো পাস দেওয়ার দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। ১৭ই আগস্ট আন্দোলন করে শিক্ষার্থীরা।

ঢাকা প্রেসক্লাবে সরজমিনে গিয়ে দেখা যায় সেখানে শিক্ষার্থী জড়ত হয়েছে এবং মানববন্ধন কর্মসূচি পালন করছে।

তাদের দাবি হচ্ছে এইচএসসি পরীক্ষা অটো পাস দিতে হবে, তারা যে সকল পরীক্ষা দিয়েছে সে পরীক্ষাগুলো

মূল্যায়ন করা হোক এবং তার সাথে যে পরীক্ষাগুলো এখনো হয়নি সে পরীক্ষাগুলো এসএসসির মাধ্যমে মূল্যায়ন

করা হোক অর্থাৎ তারা সেইগুলো দিতে চাচ্ছে না। তারা পরীক্ষা বাতিল চাচ্ছে, কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছে

তাদের অনেক ভাই বন্ধু বান্ধবী হাসপাতালে এখনো ভর্তি রয়েছে, তাদেরকে রেখে তারা পরীক্ষা দিতে পারবে না।

অনেক শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি আন্দোলনের

কারণে। সব মিলিয়ে পরীক্ষা নেওয়ার পরিবেশ এই মুহূর্তে নেই। তাছাড়া পরীক্ষায় আয়োজন করলে সেই রেজাল্ট

প্রকাশ হতে হতে আরো চার মাস লেগে যাবে, এত সময় শিক্ষার্থীরা দিতে পারবে না। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য

পর্যাপ্ত সময় শিক্ষা বোর্ড দেবে না, তারা বলে আমরা যদি পরীক্ষা দিতে চাই তাহলে অন্ততপক্ষে আমাকে আরো দুই মাস সময় দিতে হবে।

কারণ দুই মাস আগে আমরা ঠিক হতে পারবো না। কিন্তু শিক্ষা বোর্ড মাত্র এক মাস সময় আমাদেরকে দিয়েছে।

এক্ষেত্রে আমরা সরাসরি পরীক্ষা বাতিলের দাবি করছি এবং এসএসসির মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করে মূল ফলাফল প্রকাশ করা ও খুব দ্রুত।

এছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, যেখানে দেখা গেছে রাজশাহী রংপুর দিনাজপুর বরিশাল

পটুয়াখালী সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় শিক্ষার্থীর মানববন্ধন কর্মসূচি এবং আন্দোলন করেছে।

তারা বলেছে এইচএসসি ২০২৪ পরীক্ষা বাতিল করে নতুনভাবে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক এবং খুব দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কিছু শোনা যায়নি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কি সিদ্ধান্ত নেবে তা আমরা হয়তো বা খুব দ্রুত শুনতে পারব।

অন্যদিকে কোটা আন্দোলনে যারা যুক্ত ছিল অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ের দের সাথে শিক্ষার্থীরা কথা বলেছে,

সেখানেও এই ব্যাপারটি উঠে এসেছে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আপডেট জানা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *