উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীরা দীর্ঘদিন দাবি করে আসছিল তাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট প্রকাশ করার জন্য অর্থাৎ অটোপাস দেওয়ার জন্য।
সর্বশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ বিষয়ে নিয়ে কথা বলেন। তিনি গণমাধ্যমকে জানান আমরা মূলত নতুনভাবে এখানে এসেছি।
তাই শিক্ষা মন্ত্রণালয় পরিবেশ সম্পর্কে আমরা অবগত নেই। তাছাড়া শিক্ষা সচিব নতুন ভাবে এসেছেন তাই আমরা একটু সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।
আরও পড়ুনঃ HSC Result 2024 Kivabe Dibe ?
শিক্ষার্থীরা দাবি করছে তাদের দাবি কথা আমরা শুনছি। ইতিমধ্যে শিক্ষা বোর্ড চেয়ারম্যানএর সাথে আমরা আলোচনা করছি,
খুব শীঘ্রই একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং জানাবো কি সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলে শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টা এইচএসসি ২০২৪ শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারটি জানেন।
ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছেন, যা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রয়েছে।
আরও পড়ুনঃ এইচএসসি ২০২৪ রুটিন বাতিল – কিভাবে রেজাল্ট দিবে ?
সেগুলো নিয়ে তারা বসবেন এবং উপযুক্ত যে সিদ্ধান্ত সেটা নেয়া হবে। তবে এখানে তারা বলছে শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্তের
সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ তাদের অটোপাস দেওয়া হতে পারে। ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় যে সকল
বিষয় আয়োজন করেছে, সেগুলোর মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং বাকি বিষয়গুলোর এসএসসির মাধ্যমে অটো পাস দেওয়া হবে।
এ ব্যাপারে শিক্ষার্থীরা বলছে আমরা মূলত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে পরীক্ষায় আমরা কোনভাবেই বসতে চাচ্ছি না।
যদি শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আবার নেওয়ার পরিকল্পনা করে তাহলে আমরা আরও আন্দোলন করবো এবং কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
কারণ এখন আর পরীক্ষা নেওয়ার পরিবেশ এই মুহূর্তে আর নেই। আমরা চাচ্ছি না আর কোন ভাবে পরীক্ষা দিতে।
এক্ষেত্রে শিক্ষার্থীরা বলেন আমরা বিভিন্ন সময় ধরে আন্দোলন করে আসছিলাম, আমাদের এই বিষয়গুলো নিয়ে।
কিন্তু শিক্ষা বোর্ড আমাদের কথা অনেকটাই শুনে নেই, এরপরে আমরা লংমার্চ টু ঢাকা শিক্ষা কর্মসূচি করেছি
এবং ঢাকা বোর্ড ঘেরাও করে শিক্ষা বোর্ড আমাদেরকে পরবর্তীতে রুটিন বাতিল করার বিষয়টি জানায়।
এখানে রুটিন বাতিল করার কোন বিষয় না, আমরা সরাসরি পরীক্ষা বাতিল চাই এবং এর মাধ্যমে আমাদেরকে
মূল্যায়ন করা হোক সে বিষয়টি আমরা উপস্থাপন করছি এবং আমাদের সেই দাবি যেন মেনে নেয়া হয়।