Shovon Study

Education News Website

এইচএসসি ২০২৪ অটোপাশের সিদ্ধান্ত কে নিবে ?

এইচএসসি ২০২৪

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এইচএসসি ২০২৪ অটো পাস প্রসঙ্গে জানায় এ ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারব না।

কারণ যখন আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার নিকট এইচএসসি ২০২৪ পরীক্ষার রুটিন প্রকাশের

জন্য আবেদন করেছিলাম, তখন আমরা রুটিন প্রকাশের সাথে কয়েকটি বিকল্প মূল্যায়ন বিষয়টি উপস্থাপন করে ছিলাম।

তখন প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করে এবং রুটিন প্রকাশ করে পরীক্ষা আয়োজন করার জন্য পরামর্শ দিয়েছিলাম। আমরা সেই অনুযায়ী পরীক্ষার রুটিন প্রকাশ করেছি।

কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা বলছে, তাদের দাবি হচ্ছে এসএসসির মাধ্যমে তাদের মূল্যায়ন করা হোক অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং

এর মাধ্যমে মূল্যায়ন করা হোক। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি বলছে আমরা শিক্ষার্থীদের এই দাবি মেনে

নিতে পারছি না। নতুন শিক্ষা উপদেষ্টা হয়েছেন। এক্ষেত্রে নতুন শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

বোর্ডের একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে নতুন শিক্ষা উপদেষ্টা ওহায়িদ উদ্দিন মাহমুদ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।

একমাত্র এছাড়া এই মুহূর্তে শিক্ষার্থীদের এই দাবি ব্যাপারে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ হিসেবে তারা বলেন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় নতুন সচিব এসেছে।

তাছাড়া শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণ তাদের বোর্ডে নির্ধারিত কাজে ব্যস্ত রয়েছে, তাছাড়া এই সিদ্ধান্ত বোর্ড এর একান্ত ব্যক্তিগত বিষয় নয়।

এটি সকল বোর্ডের সিদ্ধান্ত, তাই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা উপদেষ্টা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

মূলত ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার্থীদের বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ার ঘটনা, আন্দোলনে শিক্ষার্থীদের

অংশগ্রহণ করা অনেক শিক্ষার্থী অসুস্থ হওয়া, পরীক্ষার পরিবেশ না থাকার কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে না।

তারা পরীক্ষা বাতিল করে এসএসের মাধ্যমে সাবজেক্ট মাপিং করে মূল্যায়ন করার দাবি জানিয়েছে।

তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন কিছু বলেনি। শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন এই মুহূর্তে শিক্ষা বোর্ডের এই ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়ার নেই,

সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা অথবা শিক্ষা উপদেষ্টা। তাই আমরা এই মুহূর্তে কোন কিছু বলতে পারছি না।

4 comments
এমপক্স রোগের লক্ষণকী? এমপক্স কীভাবে ছড়ায়? রোগের লক্ষণ কী?

[…] আনুষ্ঠানিকভাবে অনুমোদন না হলেও জরুরি ব্যবহারের জন্য দেওয়ার […]

Leave a Reply