এসএসসি পরীক্ষা কোন বিষয়ে কত নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে তা নিয়ে আজকে আমরা জানাবো। কারণ অনেক শিক্ষার্থী এই তথ্য জানেনা।
প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষার্থীদের পাশ করতে হবে। আমরা এখানে সকল বিষয়গুলো আলাদা আলাদা ভাবে উপস্থাপন করছি।
যাতে করে শিক্ষার্থীদের পাশ মার্ক বিষয়গুলো বুঝতে পারে। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের পরীক্ষা আয়োজন করা হচ্ছে খুবই সুন্দরভাবে।
আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ পরীক্ষার মানবন্টন
ইতিমধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করছে। প্রতিটি পরীক্ষার খাতা আলাদা আলাদাভাবে দেখা হবে।
তবে যদি শিক্ষার্থী পাস না তুলতে পারে তাহলে কিন্তু তার ওই বিষয়ে ফেল আসবে। তাই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে
এবং আলাদা আলাদা পাশ মার্ক কত হবে। সে বিষয়গুলো জেনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সে বিষয়গুলো প্রতি পরীক্ষা খারাপ হলেও পাস মার্ক তুলতে পারে।
এ বিষয়গুলো প্রতি শিক্ষার্থীদের মনোযোগ রাখতে হবে। আমরা নিজেই কোন বিষয়ে কত নম্বরে পাস সেগুলো তুলে ধরছি।
সৃজনশীল ব্যবহারিক এবং বহুনির্বাচনের তিনটি পৃথক অংশে আলাদা আলাদা পাশ করার কথা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
তাই আমরা নিচে উপস্থাপন করছি তিনটি আলাদা আলাদা পাশ মার্কের এবং সর্বমোট কত নম্বর পেলে পাস করবে শিক্ষার্থীরা।
বিষয়ের নাম | সৃজনশীল | বহুনির্বাচনী | ব্যবহারিক | মোট |
বাংলা প্রথম পত্র | ২৩ | ১০ | ৩৩ | |
বাংলা দ্বিতীয় পত্র | ২৩ | ১০ | ৩৩ | |
ইংরেজি প্রথম পত্র | ৩৩ | |||
ইংরেজি দ্বিতীয় পত্র | ৩৩ | |||
গণিত | ২৩ | ১০ | ৩৩ | |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৮ | ৮ | ১৬ | |
ধর্ম ও নৈতিক শিক্ষা | ২৩ | ১০ | ৩৩ | |
কৃষি শিক্ষা | ১৭ | ৮ | ৮ | ৩৩ |
গার্হস্থ্য বিজ্ঞান | ১৭ | ৮ | ৮ | ৩৩ |
বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ২৩ | ১০ | ৩৩ | |
বিজ্ঞান | ২৩ | ১০ | ৩৩ | |
পদার্থবিজ্ঞান | ১৭ | ৮ | ৮ | ৩৩ |
রসায়ন | ১৭ | ৮ | ৮ | ৩৩ |
জীববিজ্ঞান | ১৭ | ৮ | ৮ | ৩৩ |
উচ্চতর গণিত | ১৭ | ৮ | ৮ | ৩৩ |
হিসাববিজ্ঞান | ২৩ | ১০ | ৩৩ | |
ব্যবসার উদ্যোগ | ২৩ | ১০ | ৩৩ | |
ফিনান্স ও ব্যাংকিং | ২৩ | ১০ | ৩৩ | |
অর্থনীতি | ২৩ | ১০ | ৩৩ | |
বাংলাদেশের ইতিহাস | ২৩ | ১০ | ৩৩ | |
পৌরনীতি | ২৩ | ১০ | ৩৩ | |
ভূগোল | ২৩ | ১০ | ৩৩ |
শেষ কথাঃ
এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে তা উপরে তুলে ধরা হলো। এই নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা যদি পড়াশোনা করে তারা অবশ্যই
ভালো ফলাফল করতে পারবে এবং পাশ নম্বর কত সে বিষয়গুলো মনে রাখতে পারলে পরীক্ষায় অন্ততপক্ষে ফেল করবে না।
Post tag:
- এসএসসি পাশ নম্বর ?
- কত নম্বর পেলে এসএসসি পরীক্ষায় পাশ ?
- এসএসসি পরীক্ষায় পাশ নম্বর কত হবে ?
- এসএসসি পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বরে পাশ ?
- কোন বিষয়ে কত নম্বর এসএসসি পরীক্ষায় পাশ ?
- এসএসসি পাস নম্বর ?
- এসএসসি পরীক্ষায় পাশ নম্বর কত হবে ?
- কত নম্বর পেলে কোন বিষয়ে পাস করা যাবে ?
- SSC Pass mark ?
- SSC Exam Pass Mark ?
- SSC Pass Mark koto ?
- SSC Exam Passing Mark ?
সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন | Join Group |
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.