এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম ২০২৫

এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম ২০২৫

নিজেই এখান থেকে এসএসসি রেজাল্ট ২০২৫ দেখে নিতে পারবেন। 10 জুলাই ২০২৫ এই রেজাল্ট প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের রেজাল্ট প্রকাশ করছে। 11 টি শিক্ষা বোর্ড আলাদা আলাদাভাবে রেজাল্ট তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছে।

যার পরিপ্রেক্ষিতে রেজাল্ট প্রস্তুত করে প্রকাশ করা হবে। অনলাইন থেকে সবার আগে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে।

এছাড়া চাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার সুযোগ রয়েছে। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।

রেজাল্ট দেখতে হলে যা দরকার হবেঃ

  • পরীক্ষার নাম
  • পরীক্ষার সাল
  • বোর্ডের নাম
  • রোল নাম্বার
  • রেজিস্ট্রেশন নাম্বার

এসএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

এই নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীরা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে এসএসসি রেজাল্ট ২০২৫ দেখতে পারবে।নিচের নিয়ম অনুসরণ করুন।

  1. educationboardresultsএই ওয়েবসাইটে প্রবেশ করুন
  2. ওয়েবসাইট লিংক নিচে তুলে ধরা হলো
  3. পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করুন
  4. পরীক্ষার সাল ২০২৫ সিলেক্ট করুন
  5. পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করুন
  6. শিক্ষার্থী রোল নাম্বার লিখুন
  7. শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  8. দুটি সংখ্যা যোগ করে যোগফল সামনের ফাঁকা করে লিখুন
  9. সাবমিট বাটনে ক্লিক করুন
  10. সরাসরি ফলাফল দেখুন
  11. ওয়েবসাইট লিংক – http://www.educationboardresults.gov.bd/

মার্কশিটসহ এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়মঃ

যদি একজন শিক্ষার্থী তার কোন বিষয়ে কত নম্বর পেয়েছে অর্থাৎ মার্কশিট আকার ফলাফল দেখতে চায় তাহলে নিচেও অনুসরণ করতে হবে।

  1. eboardresults.com এই ওয়েবসাইটে প্রবেশ করুন –
  2. ওয়েবসাইট লিংক নিচে তুলে ধরা হলো
  3. পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করুন
  4. পরীক্ষার সাল ২০২৫ সিলেক্ট করুন
  5. পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করুন
  6. রেজাল্ট ধরন একক রেজাল্ট সিলেক্ট করুন
  7. শিক্ষার্থী রোল নাম্বার লিখুন
  8. শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  9. ছবিতে দেখানো সংখ্যা লিখুন
  10. ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করুন
  11. সরাসরি ফলাফল দেখুন
  12. ওয়েবসাইট লিংক – https://eboardresults.com/en/ebr.app/home/

এসএসসি ২০২৫ গ্রেডিং সিস্টেম

নিচের নিয়ম অনুসরণ করে তাদের SSC Exam Result 2025 তৈরি করা হয়েছে। তাই গ্রেডিং সিস্টেম দেখে নেন।

NumberGradePoint
100-80A+5.00
79-70A4.00
69-60A-3.50
59-50B3.00
49-40C2.00
33-39D1.00
0-32F0.00

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *