এসএসসি ২০২৬ পরীক্ষা কোন নিয়মে হবে তা নিয়ে যেন জল্পনা-কল্পনার শেষ নেই। কেননা নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে ২০২৬ ক্ষেত্রে।
সম্পূর্ণ আলাদা এই নিয়মে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে তার বিস্তারিত সকল তথ্য আমরা এখানে তুলে ধরছি।
নতুন মানবন্টন ও নতুন সিলেবাস সাথে নতুন পরীক্ষার নিয়ম সবকিছুই রয়েছে 2026 সালের শিক্ষার্থীদের জন্য।
এসএসসি ২০২৬ সিলেবাস প্রসঙ্গ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে।
এই সিলেবাস অনুযায়ী তাদের পরীক্ষা আয়োজন করা হবে। ২০২৪ সালে শিক্ষার্থীরা নবম শ্রেণীতে নতুন কারিকুলাম পড়েছিল
এবং 2025 সালে আবার পুরাতন কারিকুলাম পড়ানো হচ্ছে। তাই এক বছর অর্থাৎ 2025 সালে শেষ করার জন্য
পুরাতন কারিকুলাম কে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হয়েছে।
এই সিলেবাসের উপর শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করবে এবং তাদের পরীক্ষা আয়োজন করা হবে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।
SSC Short Syllabus 2026 PDF All Subject
এসএসসি ২০২৬ মানবন্টন
মানবন্টন সবচেয়ে বড় পরিবর্তন ২০২৬ সাল থেকে। মূলত এরপরে যে কোন বছর পরীক্ষার ক্ষেত্রে ২০২৬ সালের মানবন্টন কার্যকর হবে।
যেখানে দেখা যাচ্ছে স্থির মানবন্টনে দেখা যাচ্ছে সৃজনশীল পরীক্ষা হবে ৫০ নম্বরে এবং যে সকল বিষয় ব্যবহারিক রয়েছে,
সেখানে 40 নম্বরে। অন্যদিকে 20 নম্বরে পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্নের উপরে। আবার ১০ নম্বর পরীক্ষা হবে,
যে সকল ব্যবহারিক রয়েছে সেখানে সংক্ষিপ্ত প্রশ্নের উপরে। এছাড়া নৈবিত্তিক অংশে পরীক্ষা আয়োজন করা হবে
২৫ নম্বর এবং 30 নম্বরে। তবে এখানে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা মানবন্টন রয়েছে সে বিষয়গুলো নিয়ে
আমাদের বিস্তারিত আর্টিকেল পাবলিশ করেছি সেগুলো চাইলে শিক্ষার্থীরা পড়ে নিতে পারে, নিচের লিংক দেওয়া রইল।
এস এস সি ২০২৬ মানবণ্টন – কোন বিষয় কত নম্বরে পরীক্ষা হবে ?
এসএসসি ২০২৬ নিয়ম
২০২৬ সালে এসএসসি পরীক্ষার নিয়মে কোন প্রকার তেমন বড় পরিবর্তন আসছে না, সিলেবাস এবং মানবন্টন
এর পরিবর্তনে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। ১০০ নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে, সকল বিষয় পরীক্ষা
আয়োজন করা হবে এবং তিন ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সৃজনশীল নৈব্যক্তিক ছিল আগে, এখন আবার
সৃজনশীল নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কারণে নিয়মের কিছুটা পরিবর্তন হতে পারে।
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.