মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে স্কুল ভর্তি লটারি ২০২৫ প্রকাশ করেছে অনলাইনের মাধ্যমে। শিক্ষার্থীর অভিভাবক ফলাফল দেখতে পারবে।
কিভাবে ফলাফল দেখতে পারবে এবং ফলাফল দেখার পরবর্তী কার্যক্রম কি কি সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি।
আরও পড়ুন – ৫০০০ টাকা ভর্তি সহায়তা পাবে স্কুল ভর্তি শিক্ষার্থীরা
মূলত অনেক শিক্ষার্থী ফলাফল দেখতে গিয়ে এখনো হিমশিম খাচ্ছে। কিন্তু খুব সহজে ফলাফল দেখা যাচ্ছে। আমরা দেখিয়ে দিচ্ছি কোন নিয়মে স্কুল ভর্তি লটারি ২০২৫ রেজাল্ট দেখতে যাবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল ভর্তি লটারি ২০২৫ প্রকাশের মাধ্যমে জানিয়ে গেছে, যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে রেজাল্টের নাম এসেছে তাদের করণীয় সম্পর্কে।
যেখানে বলা হয়েছে যারা প্রথম রেজাল্টের তালিকায় কে গেছে তাদেরকে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হব ।
পরবর্তীতে যারা প্রথম অপেক্ষামান তালিক সুযোগ পেয়ে গেছে তাদেরকে ভর্তি হতে হবে। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে অবশ্যই 0 আসন থাকার বিপরীতে যারা ভর্তি হতে পারবে। আর নযত ভর্তি হতে পারবে না।
এছাড়া যারা দ্বিতীয় অপেক্ষামান তালিকা রয়েছে তাদেরকে ভর্তি হওয়ার জন্য সময় প্রদান করা হয়েছে আর আমি ২৮ এবং ২৯ ডিসেম্বর।
স্কুল ভর্তি লটারি ২০২৫ রেজাল্ট দেখার নিয়ম
নিচের নিয়ম অনুসরণ করে শিক্ষার্থী ও খুবই সহজে স্কুল ভর্তি রেজাল্ট দেখে নিতে পারবে।
রেজাল্ট দেখার জন্য শিক্ষার্থীদেরকে যেতে হবে প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে। সকল তথ্য সঠিকভাবে দিতে হবে, নিচের নিয়ম অনুসরণ করুন।
- প্রথম কাজ শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করুন।
- ওয়েবসাইট লিংক করা হলো এরপরে
- সরকারি বিদ্যালয় ফলাফল অথবা বেসরকারি বিদ্যালয় ফলাফল অকশন এ ক্লিক করুন
- এরপরে তিনটি অপশন খুঁজে পাবেন যেখানে প্রথম অপশনে ক্লিক করুন
- এরপরে সেখানে আপনার শিক্ষার্থীর ইউজার আইডি বসেন এবং সাবমিট করে ফলাফল দেখুন।
- যদি ফলাফল আসে তাহলে খুবই ভালো আর নয়তো দ্বিতীয় অপশনে আবার চলে যান।
- সেখানে ইউজার আইডি এবং সাবমিট করে ফলাফল দেখুন।
- যদি সেখানে ফলাফল না আসে তাহলে ৩য় অপশনে গিয়ে সেখানে ইউজার আইডি বসিয়ে রেজাল্ট চেক করুন।
- যদি রেজাল্ট আসে তাহলে মনে করবেন আপনি ভর্তির সুযোগ পেয়েছেন।
রেজাল্ট দেখার ওয়েবসাইট লিংক
যদি শিক্ষার্থীর রেজাল্ট চলে আসে তাহলে এখানেই তা দেখানো যাবে আর যদি রেজাল্ট না আসে তাহলে তাকে দুঃখিত দেখাবে এবং কোন স্কুলে সুযোগ পাইনি জানাবে।
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/image-44.png?resize=839%2C720&ssl=1)
- ১০ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করছে শিক্ষা সহায়তা ট্রাস্ট
- এসএসসি পরীক্ষা ২০২৫ নিয়ে সুখবর জানাল শিক্ষা মন্ত্রনালয়
- ১০০০০ টাকা পাবে ৬ষ্ঠ থেকে মাস্টার্স শিক্ষার্থীরা
- এইচএসসি পরীক্ষা ২০২৫ কবে জানালো শিক্ষা মন্ত্রনালয়
- ২০২৫ সালের উপবৃত্তির টাকা কবে দিবে সরকার ?
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/466123829_1621175048611207_4176642647931331450_n.jpg?resize=100%2C100&ssl=1)
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
loteri