Shovon Study

Education News Website

ইংরেজি সাবজেক্ট রিভিউ – English Subject Review

ইংরেজি সাবজেক্ট রিভিউ – ইংরেজি একটি ভাষা হলেও এই বিষয় নিয়ে অনার্স পড়তে অনেক শিক্ষার্থী আগ্রহী। আজকে আমরা জানবো ইংরেজি সাবজেক্টে নাড়িভুঁড়ি।

আরও পড়ুনঃ

কেনো ইংরেজি অনার্স নেওয়া উচিৎ ?

ইংরেজি মূলত ভাষা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য। কিন্তু সেই ইংরেজি ব্যাপারে যদি চার বছর আরো জানা যায়

এবং সে বিষয় নিয়ে দক্ষতা অর্জন করা যায় তাহলে কত টাই না ভালো হয়। মূলত ইংরেজি সর্ব গ্রহণযোগ্য একটি সাবজেক্ট।

সকল শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া যারা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছে অথবা

ইংরেজির ব্যাপারে যাদের ক্যারিয়ার গঠন করতে চাই বিশেষ করে শিক্ষক পর্যায়ে চিন্তাভাবনা রয়েছে তারা

ইংরেজিতে আলাদাভাবে চিন্তাভাবনা করতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের পছন্দের তালিকা ইংরেজি অবস্থান

শুরুর দিকে যেখানে শিক্ষার্থীর ইংরেজিকে সাবজেক্ট হিসেবে চয়েস করতে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করছে।

পড়াশোনার চাপ কেমন ?

ইংরেজি পড়াশোনার চাপ তুলনামূলক রয়েছে। একদম সহজভাবে যদি কেউ পাস করতে চায় তাহলে তাদের জন্য খুব কষ্টকর হবে।

নিয়মিত ক্লাস করা ও সময় মত পড়াশোনায় মনোযোগী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজির ক্ষেত্রেও তার কোন বিকল্প নেই।

ইংরেজির ক্ষেত্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অন্ততপক্ষে ৩-৪ মাস আগে বই নিয়ে ভালোভাবে বসতে হবে নিয়ম অনুযায়ী তাদের বইগুলো শেষ করতে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

তুলনামূলক পড়াশোনার একটি চাপ থাকবে। এক্ষেত্রে পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে পরীক্ষা ভালো ফলাফল করা সম্ভব নয়।

ইংরেজি যে বিষয় পড়ানো হয়

  • ইংরেজি ভাষার দক্ষতা বিকাশ করা
  • সাহিত্যের পরিচিতি (সমালোচনামূলক প্রশংসা)
  • বাংলা সাহিত্যের পরিচিতি
  • বাংলাদেশ স্টাডিজ
  • লেখার দক্ষতা বিকাশ করা
  • গদ্য ও নাটকের পরিচিতি
  • কবিতার পরিচয়
  • একাডেমিক লেখা
  • রোমান্টিক কবিতা
  • অস্টেন থেকে হার্ডি পর্যন্ত ইংরেজি উপন্যাস
  • ভাষাতত্ত্বের ভূমিকা
  • ভিক্টোরিয়ান সাহিত্য
  • ইংরেজি ভাষা শিক্ষার ভূমিকা
  • স্পেন্সার থেকে পোপ পর্যন্ত কবিতা
  • ইংল্যান্ডের ইতিহাস
  • ভাষা এবং সমাজ
  • বেকন থেকে বার্ক পর্যন্ত ইংরেজি গদ্য
  • পশ্চিমা ধারণার ইতিহাস
  • পুরাতন এবং মধ্য ইংরেজি
  • পেশাগত উদ্দেশ্যে ইংরেজি
  • দ্বিতীয় ভাষা দক্ষতা শেখানো
  • বিংশ শতাব্দীর সাহিত্য (কবিতা ও নাটক)
  • অনুবাদে ক্লাসিক
  • আমেরিকান সাহিত্য
  • 20 শতকের কথাসাহিত্য
  • সমালোচনামূলক তত্ত্ব
  • শেক্সপিয়ার
  • সাহিত্যের মাধ্যমে ভাষা
  • ভাষা এবং মিডিয়া

ইংরেজি পড়ে ক্যারিয়ার – ইংরেজি ভবিষ্যৎ কি ?

  • ইংরেজি নিয়ে পড়াশুনা করে সহজেই সরকারি- বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষক
  • সরকারি কলেজ শিক্ষকতা
  • বেসরকারি কলেজে শিক্ষকতা
  • সরকারি শিক্ষক- প্রশিক্ষণ কলেজে শিক্ষকতা
  • বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা
  • সেনাবাহিনীর নৌবাহিনীর শিক্ষা শাখায় কমিশন্ড অফিসার
  • ইংরেজি সাবজেক্টের শিক্ষার্থীদের অন্যতম চাকুরি সুবিধা হল দূতাবাস সহ সরকারি- বেসরকারি সংস্থায় দোভাষী হিসেবে চাকরি
  • বিভিন্ন ব্যাংকে- ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • মেরিন একাডেমীতে- শিক্ষা কর্মকর্তা
  • ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক কনটেন্ট রাইটার
  • সরকারি- বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা
  • বিসিএস ক্যাডার হওয়া
  • সকল সরকারি চাকরি
  • বিভিন্ন এনজিওতে চাকরি
  • বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি
  • ব্যাংক জব করার সুযোগ
  • কর্পোরেট চাকরি
  • বীমা কোম্পানিতে চাকরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *