উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে অনুষ্ঠিত হবে তা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আজকে আমরা সেই বিষয়ে কথা বলছি।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক কর্মকর্তার সাথে পরীক্ষা প্রসঙ্গে আলোচনা করলে তারা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইতিমধ্যে জানায়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে এইচএসসি টেস্ট পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে
আয়োজন করা হবে এবং মার্চ মাসে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এরপরে মূলত শিক্ষার্থীদের ফরম ফিলাপ কার্যক্রম শুরু করা হবে।
আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে ? জেনে নেও
এক মাসের মতো করে সময় নিয়ে ফরম ফিলাপ কার্যক্রম পরিচালনা করবে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদেরকে নির্ধারিত ফী দিয়ে ফরম ফিলাপ অংশগ্রহণ করতে হবে।
এরপরে শিক্ষার্থীদের প্রশ্নপত্র তৈরি এবং রুটিন প্রকাশ করার বিষয়টি সামনে আসবে, রুটিন প্রকাশ করলে জানা যাবে
ঠিক কত তারিখে পরীক্ষা শুরু হবে। তবে এর আগে তারা জানিয়েছে পরীক্ষার শুরু হবে জুন মাসে দ্বিতীয় সপ্তাহে, কিন্তু জুন মাসের
দ্বিতীয় সপ্তাহে কোরবানি ঈদ থাকার কারণে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। কোনভাবে কোরবানির আগে পরীক্ষা শুরু হবে না,
কোরবানির পরে দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। সেই হিসেবে তারা পরীক্ষা আয়োজন করবে, এক্ষেত্রে কোরবানির পরে পরীক্ষা শুরু হচ্ছে।
কোরবানি শেষ করে ২৩ জুন স্কুল কলেজ খুলে দেয়া হবে, সেই হিসাবে ২৩ জুন পরে পরীক্ষা আয়োজন করার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসে প্রথম দিকে পরীক্ষা শুরু হবে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, তিন জুলাই পরীক্ষা হবে। তবে এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে
জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি আরো বলেন আমরা এই মুহূর্তে পরীক্ষায় আয়োজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি,
তবে এখন পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়নি আমরা সম্ভবত জুন মাসে শেষের দিকে পরীক্ষা আয়োজন করব।
Leave a Reply