উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যেন আরেক নাটক রচনা করছে। কারন এখন পর্যন্ত তারা ফলাফল নিয়ে কোন অগ্রগতি জানাচ্ছে না।
ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি গ্রহণ করলেও তারা জানেন না তাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদন শুরু – ৫০ হাজার টাকা পাবে
গত ১৬ জুলাই থেকে শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করে এরপরে বেশ কয়েকবার রুটিন
প্রকাশ এবং পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত আসে। সর্বশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ আগস্ট।
যেখানে বলা হয়েছে পুরোপুরিভাবে এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হচ্ছে। যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষাগুলো রেজাল্ট
এবং বাকি বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করে তারা মূল্যায়ন করবে। কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে কোন অগ্রগতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা নেই,
২০ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত 20 থেকে 22 দিন সময় ইতোমধ্যে অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়
সুনির্দিষ্ট প্রস্তাব এবং সুনির্দিষ্ট প্রক্রিয়ার বিষয়টি উপস্থাপন করেনি। যা নিয়ে বর্তমানে ১৪ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক দুশ্চিন্তাগ্রস্ত।
এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশ করার নিয়ে টালবাহানা করছে। বিভিন্ন গণমাধ্যমে জানানো হচ্ছে
পরীক্ষার ফলাফল ৬ থেকে ৯ নভেম্বর অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে, আবার বিভিন্ন জায়গা বলা হচ্ছে পরীক্ষার ফলাফল
প্রকাশ করার বিষয়টি নিয়ে এখন কোন আলোচনাই হয়নি। কিন্তু ইতিমধ্যে ২০ দিন অতিবাহিত হওয়ার পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে
এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করার অনুমতি পাননি শিক্ষা বোর্ডগুলো। কেন এমন বিলম্বনা এ প্রশ্নের জবাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে নেই।
আরও পড়ুনঃ এইচএসসি ২০২৪ শিক্ষার্থীরা যে উপবৃত্তি পাবে
অযুহাত হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে পরীক্ষার ফলাফল প্রকাশ করার আপাতত আস্তে ধীরে করা হচ্ছে।
কারণ বন্যার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ছিল, বোর্ডগুলোতে কার্যক্রম বন্ধ রেখেছিল। এইচএসসি রেজাল্ট ২০২৪
যার কারণে তাদের এই পরিকল্পনা। কিন্তু বন্যায় শুধুমাত্র কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ডের ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি সকল বোর্ড সচল ছিল।
এই অবস্থায় দ্রুত ফলাফল প্রকাশ করার জন্য দাবি করছে শিক্ষার্থীরা। কারণ তাদের পরীক্ষার ফলাফল যত
দ্রুত প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তত ভালোভাবে নিবে ও নিজেদেরকে প্রস্তুত করতে পারবে।
নিয়ম রয়েছে এইচএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হবে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে, কিন্তু চলতি বছরে যেহেতু অনেকগুলো পরীক্ষা হয়নি
তাই দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করার বিষয়টি রয়েছে। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে
৪০ দিনের মধ্যে কিন্তু ঠিক। কবে থেকে 40 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে এখনও রয়েছে নানান ধোঁয়াশা,
তবে বোর্ডের একাধিক কর্মকর্তারা বলেন অক্টোবর মাসে প্রথম সপ্তাহে অথবা মাঝ সপ্তাহে মধ্যে সময়ের ফলাফল প্রকাশ করার সম্ভাবনা বেশি।
এখন শিক্ষা মন্ত্রণালয় অনুমতি প্রদান করলে আমরা খুব শীঘ্রই এইচএসসি রেজাল্ট ২০২৪ ভালোভাবে জানিয়ে দিতে পারবো।
Leave a Reply