গত ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের ঘেরাও করে শিক্ষার্থীরা দাবি তাদের এইচএসসি পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত এইচএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি মেনে তারা পরীক্ষা বাতিল করে এবং শিক্ষার্থীদের দাবি মতে দ্রুত রেজাল্ট প্রকাশ করার বিষয়টি।
আরও পড়ুনঃ এইচএসসি রেজাল্ট ২০২৪ কবে প্রকাশ হবে ?
তখন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ও পরীক্ষা নিয়ন্ত্রক এ বিষয়ে সম্মতি প্রদান করেন
এবং তারা জানান যে সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হয়েছে সে বিষয়ে এবং যেগুলো পরীক্ষা হয়নি সে বিষয়ে সাবজেক্ট ম্যাপিং
করে রেজাল্ট প্রকাশ করা হবে। তবে কোন নিয়মের সাবজেক্ট ম্যাপিং করা হবে তা নিয়ে তখন কিছু জানানো হয়নি।
মূলত বেশ কয়েক ধরনের শিক্ষার্থী বর্তমানে এইচএসসি পরীক্ষা বিদ্যমান। যেখানে সাধারণ একটি বোর্ডের শিক্ষার্থীদের ৬ থেকে ৭টি পরীক্ষা হয়েছে।
সিলেট বোর্ডের শিক্ষার্থীদের দুই থেকে তিনটি পরীক্ষা হয়েছে, মাদ্রাসা কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের দুই থেকে তিনটি পরীক্ষা হয়েছে।
আরও পড়ুনঃ মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার সহজ নিয়ম
এক্ষেত্রে মূল্যায়ন করার বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে, যাতে করে কোন শিক্ষার্থী বৈষম্যের শিকার না হয়। সবাইকে যেন স্বাভাবিকভাবে মূল্যায়ন করা যায়।
কিন্তু প্রশ্ন হচ্ছে গত ২০ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে পারেনি তারা কিভাবে মূল্যায়ন করবে।
ইতিমধ্যে একমাস অতিবাহিত হয়েছে কিন্তু সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে
যতক্ষণ না পর্যন্ত অনুমতি প্রদান করবে এবং নিয়মের বিষয়টি স্পষ্ট করবে ততক্ষণ আমরা রেজাল্ট তৈরি করতে পারব না।
আরও পড়ুনঃ ২ টি আপডেট এইচএসসি রেজাল্ট ২০২৪ নিয়ে
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছে আমরা বিভিন্ন প্রস্তাব পেয়েছি শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক
আমাদেরকে সে বিষয়গুলো জানিয়েছে, সেই প্রস্তাব যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে সর্বোচ্চ পর্যায়ে থেকে।
কেন এত দেরি করা হচ্ছে এইচএসসি রেজাল্ট ২০২৪ সিদ্ধান্ত গ্রহণ করতেন এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন –
রেজাল্ট তৈরি করার বিষয়টি শিক্ষা বোর্ড অর্থাৎ আমরা দেখবো। তবে রেজাল্ট কিভাবে তৈরি করবে তার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়কে আমরা বিভিন্ন প্রস্তাব দিয়েছি, তারা এখন পর্যন্ত সে প্রস্তাবের অনুমোদন প্রদান করেনি। তাই আমরা রেজাল্ট তৈরি করতে পারছি না।
মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান রেজাল্টের বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোন বৈঠকের আয়োজন করা হয়নি।
বৈঠক অনুষ্ঠিত হলে এ বিষয়ে আরো ভালোভাবে বলা যাবে এবং সকল বিষয়গুলো সেই বৈঠকই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তবে কোন কারণে এত বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের সিদ্ধান্ত সে ব্যাপারে তারাও কোন ধরনের সঠিক উত্তর দিতে পারেনি।
অন্যদিকে শিক্ষার্থীরা দুশ্চিন্তা করছে তাদের রেজাল্ট নিয়ে। তারা চেয়েছিল দ্রুত যেন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়,
কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করার যে কার্যক্রম তা শুরু এখনো করেনি। এক্ষেত্রে ফলাফল আগামী অক্টোবর মাসের
মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে বলে ধারণ করা যাচ্ছে, যদি প্রস্তাবের অনুমোদন আরও দেরি করে দেয় তাহলে ফলাফল আরো পিছিয়ে যাবে।
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হলে কি করবে ? - Shovon Study
[…] […]