Shovon Study

Education News Website

এইচএসসি ২০২৪ খাতা উত্তর নিয়ে যা বললেন প্রধান পরীক্ষক

এইচএসসি ২০২৪

প্রথম দিকে এইচএসসি ২০২৪ পরীক্ষা শিক্ষার্থীর অংশগ্রহণ করেছিল। তার খাতা দেখা হয়েছে এবং যে নম্বর ইতিমধ্যে বোর্ডের কাছে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং তাদের সে পরীক্ষার নম্বরের

উপর ভিত্তি করেই তাদের রেজাল্টের একটি অংশ নির্ণয় করা হবে অর্থাৎ তারা যে পরীক্ষাগুলো দিয়েছে সে পরীক্ষাগুলো

নম্বর সংগ্রহ করেছে, সেখানে শিক্ষার্থী যে নম্বর পাবে তাকে সেই নম্বরে প্রদান করা হবে। যদি কোন শিক্ষার্থী ফেল করে

তাহলে ওই শিক্ষার্থী পুরো পরীক্ষায় ফেল করবে। এক্ষেত্রে আমরা কথা বলে ছিলাম কয়েক জন প্রধান পরীক্ষকের সাথে।

এইচএসসি ২০২৪ নিয়ে আরও পড়ুনঃ

যারা কিনা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে খাতা দেখেছেন।

প্রধান পরীক্ষক তাদেরকেই বলা হয় যারা বেশ কয়েকজন শিক্ষক নিয়ে কাজ করে। একেক জন শিক্ষক ২০০ থেকে ৩০০ পরীক্ষার খাতা পেয়ে থাকে, আর প্রধান পরীক্ষক এরকমের ৫ থেকে ১০ জন শিক্ষক নিয়ে গঠিত হয় এবং তিনি প্রায় দুই থেকে তিন হাজার খাতার দায়িত্ব পেয়ে থাকেন।

বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে কথা বলেছিলাম একাধিক প্রধান পরীক্ষকের সাথে। তারা আমাদেরকে জানায় বাংলা বিষয়

পরীক্ষা খাতা অনেক সুন্দর ভাবে দেখা হয়েছে। শিক্ষার্থীদের ফেল করার পরিমাণ খুবই কম। সৃজনশীল এবং বাংলা দ্বিতীয় পত্রের

সম্পূর্ণ অংশের খাতা আমাদের কাছে এসেছে। সৃজনশীল খাতায় শিক্ষার্থীরা একটু নম্বর কম পেলেও বাংলা দ্বিতীয় পত্রের সবাই ভালো রেজাল্ট করেছে।

বিশেষ করে ব্যাকরণ অংশে শিক্ষার্থী অনেক ভালো নম্বর পেয়েছে। তার সাথে নির্মিত অংশের ও কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থীরা পরিপূর্ণ নম্বর পেয়েছে,

আশা করি তাদের বাংলা রেজাল্ট অনেক ভালো হবে। যেহেতু শিক্ষা বোর্ড বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে রেজাল্ট তৈরি করবে।

সে ক্ষেত্রে যদি কোন শিক্ষার্থী প্রথম পত্রে খারাপ করেও থাকে, তাহলে দ্বিতীয় পত্রের মাধ্যমে তা পরিপূর্ণ হবে এবং মূল ফলাফল অনেক ভালো হবে।

এইচএসসি ২০২৪ ইংরেজি বিষয়ে কথা বলেছিলাম কয়েকজন প্রধান পরীক্ষকের সাথে। তারা বলেন আমরা ইংরেজি প্রথম পত্র খাতা পেয়েছি।

সেখানে কিছু কিছু শিক্ষার্থী পার্ট এ এবং পাট বি দুইটি অংশই অনেক ভালো লিখেছে এবং ভালো নম্বর পেয়েছে।

অনেক শিক্ষার্থী 70 থেকে 80 নম্বরের মধ্যেও পেয়েছে, তবে কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি পার্ট বি তারা অনেক ভালোভাবে লিখেছে।

কিন্তু পার্ট এ কিছু কিছু জায়গায় তাদের অনেক ভুল ছিল। তবে দ্বিতীয় পত্র খাতা দেখেছে এমন শিক্ষকরা বলেছেন,

দ্বিতীয় পত্রে অনেক শিক্ষার্থী ভালো লিখেছে। তাদের ক্ষেত্রে কম্পোজিশন অংশে অনেক ভালো অংশগ্রহণ দেখেছি।

তবে গ্রামার অংশ তাদের অংশগ্রহণ একটু কম ছিল, সব মিলিয়ে শিক্ষার্থীরা ভালো লিখেছে বলে আমরা মনে করছি।

বন্যা এবং বিভিন্ন সমস্যার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা সেই চিন্তা ভাবনা করে যতটুকু মূল্যায়ন করা দরকার সেভাবেই মূল্যায়ন করেছি।

এইচএসসি ২০২৪ তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপারে আমরা কোন প্রধান পরীক্ষকের সাথে কথা বলতে পারিনি, তবে কয়েকজন শিক্ষক

আমাদেরকে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল অংশে ৫০ নম্বরের খাতা তাদের কাছে এসেছে।

যে খাতায় অনেক শিক্ষার্থী ভুল ত্রুটি করেছে। বাংলা ইংরেজির মত এত ভালো ফলাফল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা করতে পারেনি।

এর অন্যতম দুটি কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষার প্রশ্ন কিছু কিছু বোর্ডের কঠিন ছিল, তাছাড়া অনেক শিক্ষার্থীদের প্রস্তুতি ও খারাপ ছিল।

দ্বিতীয় কারণ হচ্ছে বাংলা ইংরেজি বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্র থাকার কারণে শিক্ষার্থীরা একটি পত্রে খারাপ করলেও

অন্য একটি পত্র তাদেরকে সাপোর্ট করেছে। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধুমাত্র ১ টি সাবজেক্ট হওয়ার কারণে শিক্ষার্থীরা

অতিরিক্ত কোন সুবিধা পাবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অনেক শিক্ষার্থী একটি থেকে দুইটি কোন কোন ক্ষেত্রে তিনটি সৃজনশীল অনেক ভালো লিখেছে,

আমরা সেভাবেই তাদেরকে নম্বর দিয়েছি। এতে শিক্ষার্থীরা পাশ করলেও ভালো ফলাফল করবে না। তবে যে সকল শিক্ষার্থী

চারটি কিংবা পাঁচটি সৃজনশীল পরিপূর্ণভাবে লিখেছে তারা অনেক ভালো ফলাফল করবে বলে আমরা আশা রাখছি।

তবে এইচএসসি ২০২৪ বহু নির্বাচনে নিয়ে শিক্ষার্থীরা কি রকমের উত্তর দিয়েছে, সেটি একমাত্র বোর্ড বলতে পারবে।

কারণ এইচএসসি ২০২৪ বহুনির্বাচনী সম্পূর্ণ অংশ বোর্ডের মাধ্যমে দেখানো হয় এবং নম্বর মূল্যায়ন করা হয়।

6 comments
Tajimul Islam

আমরা শুধু বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট চাই
বাকি গ্রুপ ভিত্তিক সাবজেক্ট গুলো এসএসসি থেকে নেওয়া হোক

Puja Rani

বাকি গ্রুপ পরীক্ষা যেগুলো হয়েছে যেমন পদার্থ বিজ্ঞান, ভূগোল এগুলো কি হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *