শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষা ২০২৪ বর্তমানে আয়োজন করছেন। এক্ষেত্রে এসএসসি পরীক্ষায় কত নম্বর পেলে কোন গ্রেড তা জানে না অনেক শিক্ষার্থী। আজকে আমরা তাদেরকে জানাবো কোন নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবেন।
এসএসসি গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয় তাদের নম্বরের উপর ভিত্তি করে। কিন্তু এখানে পরীক্ষা আয়োজন করা হয় তিনটি ভাগে বিভক্ত হয়ে।
এসএসসি পরীক্ষা ২০২৪ আরও পড়ুনঃ
- SSC Routine 2024 – All Education Board
- ২ টি সুখবর এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে – জানুন সকল শিক্ষার্থী
- এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে ১৪ টি নির্দেশনা – জানতে হবে সকলে
যেখানে সৃজনশীল, বহুনির্বাচনি এবং ব্যবহারিক অংশ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে শিক্ষার্থীকে সৃজনশীল বহুনির্বাচন
এবং ব্যবহারিকা অংশ পৃথকভাবে পাস করতে হবে। তাই আগে আমরা জেনে নেব শিক্ষার্থীরা কত নম্বর পেলে কোন বিষয়ে পাশ করবে।
এসএসসি পরীক্ষায় পাশ নম্বরঃ
১০০ নম্বর পরীক্ষার ক্ষেত্রে –
১০০ নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীদের ৭০ নম্বরে পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে সৃজনশীল বিষয়ে। যেখানে ৭০ নম্বরের মধ্যে শিক্ষা দিতে পাস করার জন্য ২৩ নম্বর পেতে হবে।
30 নম্বরে বহুনির্বাচনি পরীক্ষা শিক্ষার্থীকে পাস করার জন্য ১০ নম্বর পেতে হবে। সৃজনশীল এবং বহুনির্বাচনীয় অংশে পৃথকভাবে শিক্ষার্থীদের
২৩ এবং ১০ নম্বর তে পাস করতে হবে। কোন একটি অংশ যদি শিক্ষার্থী ফেল করে তাহলে তার সম্পূর্ণ বিষয়ে ফেল দেখাবে।
৭৫ নম্বরে পরীক্ষার ক্ষেত্রে –
৭৫ নম্বরে পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে যে সকল বিষয়ে ব্যবহারিক হয়েছে সে বিষয়ে। যেখানে পাশ করার জন্য ৫০ নম্বর সৃজনশীল
পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। ৫০ নম্বরে পরীক্ষা শিক্ষার্থীদের ১৬ নম্বর পেতে হবে পাশ করার জন্য এবং বহু নির্বাচনী 25 নম্বর এর পরীক্ষা
অনুষ্ঠিত হয় যেখানে পাশ করার জন্য ৮ নম্বর দরকার হবে। এখানে ব্যবহারিক বহুনির্বাচনী ও সৃজনশীল অংশে আলাদাভাবে পাস করতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২৪ কত নম্বর পেলে কোন A+ A A- B C D F গ্রেড
নাম্বার | পয়েন্ট | গ্রেড |
100-80 | 5.00 | A+ |
79-70 | 4.00 | A |
69-60 | 3.50 | A- |
59-50 | 3.00 | B |
49-40 | 2.00 | C |
39-33 | 1.00 | D |
32-0 | 0.00 | F |
৪ টি কৌশল এসএসসি পরীক্ষায় A+ এনে দিবে
[…] […]