Shovon Study

Education News Website

এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে দারুন সুসংবাদ

শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে এসএসসি পরীক্ষা ২০২৪ খুব সুন্দরভাবে আয়োজন করছেন। গত ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে সারাদেশে এ পরীক্ষা শুরু করা হয়েছে।

যেখানে পরীক্ষা চলছে সকাল 10 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত। পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুখবর হিসেবে বলা হয়েছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শিক্ষার্থীরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে।

তাদের পরীক্ষা খাতা দেখা শুরু করে প্রশ্নপত্র অনেক সহজ করা হয়েছে। ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে দেখা গেছে পরীক্ষার প্রশ্ন অনেক সহজে এসেছে।

এসএসসি পরীক্ষা ২০২৪ আরও পড়ুনঃ

তাছাড়া আরো কয়েকটি বিষয় রয়েছে যেখানে পরীক্ষা প্রশ্ন তুলনামূলক একটু সহজ হবে বলে ধারণা করা যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা একাধিক কর্মকর্তা জানিয়েছে, পরীক্ষার খাতা দেখা শুরু করা হবে কয়েকদিনের মধ্যে।

প্রতিটি শিক্ষকের কাছে 200 থেকে ৩০০ খাতা চলে যাবে, যেখান থেকে শিক্ষকরা খাতা দেখে বোর্ডের কাছে নম্বর পাঠাবে।

শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন সুন্দরভাবে খাতা দেখে, যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার শিক্ষার্থীদের তারা যেন ততটুকু সুযোগ সুবিধা প্রদান করে।

এছাড়া দুই এক নম্বরের কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে, বলা হয়েছে

প্রতিটি পরীক্ষা দেখা যায় ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী বহিষ্কার হচ্ছেন। যে সকল শিক্ষার্থী বহিষ্কার হয়েছে তারা এবছরের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না।

তাই শিক্ষার্থীকে কোন ধরনের পরীক্ষা কেন্দ্রে অন্যায় কার্যক্রম করতে নিষেধ করা হয়েছে। নকল অথবা প্রশ্নের ফাঁসের মতো ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে জানা গেছে আগামী মে মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রকাশ করতে চাই।

এ ব্যাপারে খুব শীঘ্র চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং জানিয়ে দেয়া হবে ঠিক কত তারিখ শিক্ষার্থীদের ফলাফল দেখতে পারবে।

ফলাফল প্রকাশ করাবে অনলাইনের মাধ্যমে, শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইটিকে ফলাফল দেখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *