Shovon Study

Education News Website

এসএসসি ২০২৪ খাতা দেখা নিয়ে সুখবর

এসএসসি ২০২৪ পরীক্ষার খাতা দেখা নিয়ে বর্তমানে সুখবর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কারণ বর্তমানে খাতা দেখা কার্যক্রম প্রায় শেষের দিকে।

কয়েকজন শিক্ষকের সাথে আমরা কথা বলে ছিলাম, যারা কিনা পরীক্ষার খাতা দেখার সাথে জড়িত ছিল ও তাছাড়া কয়েকজন

প্রধান পরীক্ষকের সাথেও আমরা কথা বলেছি। কেমন হয়েছে পরীক্ষার খাতা দেখা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের

দায়িত্বও তো একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে পরীক্ষার খাতায় শেষ করে নম্বর ইতিমধ্যে বোর্ডের কাছে পাঠাচ্ছে।

আরও পড়ুনঃ এসএসসি ২০২৪ রেজাল্ট কবে প্রকাশ হবে ?

শিক্ষা বোর্ড সেই নম্বর কালেক্ট করে সফটওয়্যারে এন্ট্রি করছে এবং মূল ফলাফল প্রস্তুত করছে। এখানটা ফলাফল প্রকাশ নিয়ে আমরা কাজ করছি।

শিক্ষকদের কাছে জানতে চাইলে শিক্ষকরা বলে পরীক্ষার খাতা আমরা অনেক সুন্দর ভাবে দেখেছি। বিশেষ করে গ্রুপ

সাবজেক্ট এর খাতা আমরা মাঝ ও শেষ সময়ের দিকে দেখেছি। যেখানে অনেক ভালো নম্বর শিক্ষার্থীরা পেয়েছে।

এর আগে বাংলা ইংরেজি গণিত খাতা প্রসঙ্গে শিক্ষকরা বলেন, এই সকল সাবজেক্টে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।

আমরা সকল শিক্ষার্থীদের ভালো নম্বর দিতে চেষ্টা করেছি। তারপর অনেক শিক্ষার্থী দুই এক নম্বরের কারণে ফেল করেছে।

এক্ষেত্রে যাদের খাতায় দুই এক নম্বর বাড়িয়ে পাশ করে দেওয়া সম্ভব আমরা তাদেরকে সেটি করে দিয়েছি। কিন্তু অনেকেই পর্যাপ্ত লিখতে না

পারার কারণে পাস করতে পারেনি। তবে তার সংখ্যাটা খুবই কম রেজাল্ট গত বছরের থেকে এ বছরে অনেক ভালো হবে।

এক্ষেত্রে শিক্ষকরা আরো বলেন আমরা শেষের দিকে খাতাগুলো দেখা শেষ করি ও নম্বর ইতিমধ্যে পাঠিয়েছি। যেখানে ১০০ টি খাতার যে বান্ডিল গুলো রয়েছে

সেখানে অধিকাংশ শিক্ষার্থী ভালো ফলাফল করেছে। কয়েকজন শিক্ষার্থী মাত্র ফেল করেছে। তাছাড়া সবার ফলাফল আমরা ভালো দেখতে পেয়েছি।

যখন এসএসসি ২০২৪ ফলাফল প্রকাশ করা হবে তখন বিষয়গুলো আরো ভালোভাবে জানা যাবে। শিক্ষকদের কাছ থেকে খাতা দেখার কার্যক্রম সম্পন্ন করে,

এই নম্বর সফটওয়্যার এনটি করা হবে এবং নৈবিত্তিক উত্তরপত্র দেখার পরে সেই তথ্যগুলো সফটওয়্যার এন্ট্রি করা হবে।

এভাবেই সকল ফলাফল সফটওয়্যার এন্ট্রির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ। ফলাফল কবে

প্রকাশ করাবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা জানিয়েছেন নিয়ম রয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে।

আমরা সেভাবে কার্যক্রম পরিচালনা করছি। এক্ষেত্রে আগামী ১১ ই মে ৬০ দিন শেষ হয়ে যাবে আমরা এর আগে এসএসসি ২০২৪ ফলাফল প্রকাশ করে ফেলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *