শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে এসএসসি ২০২৪ পরীক্ষা আয়োজন করছে। যেখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিভাবে পাস নির্ধারণ করবে তা অনেক শিক্ষার্থী জানে না। তাদেরকে আজকে আমরা জানাবো, কিভাবে মূলত পাস নির্ধারণ করা হবে।
আরও পড়ুনঃ MCQ কত নম্বরে পাশ ? কিভাবে দেখবে MCQ ? এসএসসি ২০২৪
বাংলা প্রথম পত্র পরীক্ষা যেভাবে হয়
বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় সৃজনশীল 70 নম্বরে এবং বহুনির্বাচনী ৩০ নম্বরে। এখানে শিক্ষার্থীদেরকে আলাদাভাবে
পাস করতে হবে এবং বহু নির্বাচনীতে আলাদাভাবে পাশ করতে হবে। কিন্তু প্রথম ও দ্বিতীয় পত্র একটি মিল রয়েছে।
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা যেভাবে হবে
মূলত দ্বিতীয় পত্র নির্মিত অংশে পরীক্ষায় আয়োজন করা হবে 70 নম্বরে এবং তার মধ্যে ব্যাকরণ বহুনির্বাচনি থাকবে ৩০ নম্বরে।
এভাবে 100 নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে। এখানেও শিক্ষার্থীদের নির্মিত ও নৈব্যক্তিক আলাদাভাবে পাশ করতে হবে।
কিভাবে পাস নির্ধারণ করা হবে ?
এসএসসি ২০২৪ বাংলা প্রথম পত্রের সৃজনশীল এবং বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত রচনামূলক অংশ মিলিয়ে ১৪০ নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীকে
একসাথে পাস করতে হবে অর্থাৎ এই 140 নম্বরের মধ্যে শিক্ষার্থী যদি ৪৬ নম্বর পায় তাহলে তাকে পাশ দেওয়া হবে।
এক্ষেত্রে নাম্বার একটু কম পেলেও দ্বিতীয় পত্রের নাম্বার বেশি পেলে একত্রে মিলিত ৪৬ নম্বর তাদের পাশ নম্বর ধরা হয়।
বহু নির্বাচনী ক্ষেত্রে ৩০ নম্বর পরীক্ষা আয়োজন করা হয়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদা আলাদা করে। যেখানে সর্বমোট ৬০ নম্বরের মধ্যে
যদি শিক্ষার্থী ২০ নম্বর পায় তাহলে তাকে পাশ দেয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থী যদি প্রথম পত্র একটু কম পায় সে ক্ষেত্রে দ্বিতীয় পত্রের মাধ্যমে এটা কাভার করে শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারবে।
প্রথম পত্র পরীক্ষা খারাপ দিয়েছে আবার কিছু শিক্ষার্থী দ্বিতীয় পত্রের খারাপ দিয়েছে। এক্ষেত্রে যদি তারা শুধুমাত্র একটি পত্র একটু ভালো
ফলাফল করে তাহলে কিন্তু তাদের দুটি বিষয়ে সহজে পাস করতে পারবে। মূলত বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে সম্পূর্ণ
বাংলা সাবজেক্টের ফলাফল প্রকাশ করা হবে, যেখানে ২০০ নম্বরের মধ্যে শিক্ষার্থী কত নম্বর পাবে তার উপর ভিত্তি করে নির্ণয় করা হবে।
SSC 2024 English 1st Paper Suggestion
[…] […]