মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কয়টি বিষয়ে A+ (5.00) পেলে মূল রেজাল্টে GPA 5 থাকবে তা নিয়ে যেন প্রশ্ন থেকে যায়।
অনেক শিক্ষার্থী জানতে চায় তাদের এই সমীকরণটি। কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকে।
আরও পড়ুনঃ How to Check SSC Result 2024 All Board
তবে রেজাল্ট প্রস্তুত করার ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ করা হয় এবং কিভাবে শিক্ষার্থীরা নিজেরা নির্ণয় করতে পারবে তাদের কয়টি বিষয়ে A+(5.00) পেলে মূল রেজাল্ট A+ থাকবে।
যে বিষয়ে এসএসসি পরীক্ষা হয়
মূলত পরীক্ষার আয়োজন করা হয় অনেকগুলো বিষয়, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো সকল বিষয়গুলোর নাম আমরা তুলি ধরছি।
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- ইংরেজি প্রথম পত্রে
- ইংরেজি দ্বিতীয় পত্র
- সাধারণ গণিত
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় অথবা বিজ্ঞান
- গ্রুপ সাবজেক্ট তিনটি
- চতুর্থ বিষয়ে একটি
- ধর্ম ও নৈতিক শিক্ষা
- শারীরিক শিক্ষা
- চারু কারুকলা
অর্থাৎ অনেকগুলো বিষয়ে পরীক্ষা আয়োজন করা হলেও সকল বিষয়ের উপর কিন্তু রেজাল্ট প্রস্তুত করা হয় না।
রেজাল্ট প্রস্তুত করার ক্ষেত্রে কিছু বিষয়ে বাদ দেয়া হয়, আবার কিছু বিষয়ে অন্তর্ভুক্ত করে ফলাফল তৈরি করা হয়।
যে সকল বিষয়ের উপর রেজাল্ট প্রস্তুত করা হয় তা হলোঃ
- বাংলা
- ইংরেজি
- গণিত
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় অথবা বিজ্ঞান
- গ্রুপ সাবজেক্ট তিনটি
- চতুর্থ একটি
- ধর্ম ও নৈতিক শিক্ষা
সর্বমোট দশটি বিষয়ের উপর তাদের রেজাল্ট প্রস্তুত করা হয় যেখান থেকে শিক্ষার্থী কত নম্বর পেয়েছে এবং কত গ্রেড পয়েন্ট পেয়েছে তার উপর গ্রেড নির্ধারণ করা হয়।
নিচে তুলে ধরছি GPA 5 পাওয়ার শর্ত গুলো কি কি
প্রথম শর্ত
8 টি বিষয়ে A+(5.00) পেতে হবে এবং দুইটি বিষয় A(4.00) পেলে মূল রেজাল্ট GPA 5 থাকবে।
দ্বিতীয় শর্ত
7 টি বিষয়ে A+(5.00) এবং 3 টি বিষয় A(4.00) পেল GPA 5 থাকবে।
তৃতীয় শর্ত
7 টি বিষয়ের উপরে A+(5.00) ও 1টি বিষয়ে A(4.00) এবং 1 টি বিষয় A-(3.50) থাকলে মূল রেজাল্ট GPA 5 থাকবে।
চতুর্থ শর্ত
9 টি বিষয়ের উপরে A+(5.00) এবং 1 টি বিষয় B(3.00) থাকলেও মূল রেজাল্ট GPA 5 থাকবে।
পঞ্চম শর্ত
9 টি বিষয়ে A+(5.00) এবং 1 টি বিষয়ে C(2.50) থাকলো মূল রেজাল্ট GPA 5 থাকবে।
ষষ্ঠ শর্ত
8টি বিষয়ে A+(5.00) এবং 1 টি বিষয় A(4.00) ও একটি বিষয়ে B(3.00) থাকলেও GPA 5 থাকবে।
সপ্তম শর্ত
8 টি বিষয়ে A+(5.00) এবং 2 টি বিষয়ে A-(3.50) পেল মূল রেজাল্ট GPA 5 থাকবে।
নিজের রেজাল্ট নিজে তৈরি করতে হলে এখানে ক্লিক করুন
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.