জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে আগামী ২৬ মে রবিবার সকল পরীক্ষায় স্থাপিত ঘোষণা করেছে। যেখানে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার হওয়ার কথা ছিল ২৬ মে।
কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে দেশের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জায়গায় সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
এই দিনে যত পরীক্ষা হতো সব পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে। নতুন রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করা হবে
এবং জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষা তারা কবে নিতে চাচ্ছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছে
আগামী ২৬ মে কোন ধরনের পরীক্ষা হবে না। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে
এবং জানানো হয়েছে ২৬ মে সকল ডিপার্টমেন্টের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কোন ধরনের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হবে না।
তবে এই পরীক্ষা নতুন তারিখ ঘোষণা করবে খুব শীঘ্রই এবং জানিয়ে দেওয়া হবে স্থগিত পরীক্ষা কবে নিতে চাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ ব্যাপারে শিক্ষার্থীদের সাথে কথা বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে কয়েকটি বিভাগের
পরিশেষ স্থগিত ঘোষণা করতে পারত। কারন এখানে বন্যা সারাদেশের উপর দিয়ে যাচ্ছে না, শুধুমাত্র নির্ধারিত কিছু এলাকার
উপর দিয়ে ঘূর্ণিঝড় হতো হচ্ছে। কিন্তু এই এলাকার কারণে সারা দেশে পরীক্ষা স্থগিত করার কোন মানে হয় না।
এমন কোন কিছু করা উচিত যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত হলে শুধুমাত্র নির্ধারিত একটি এলাকা পরীক্ষা স্থগিত করা সম্ভব,
কারণ একই প্রশ্নের পরীক্ষা হওয়ার কারণে সারা দেশে পড়েছে স্থগিত করতে হচ্ছে যাতে করে অন্যান্য বিভাগে শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়ছে।
Leave a Reply