চলতি বছরে এসএসসি পরীক্ষা ২০২৪ আগামী ১৫ই ফেব্রুয়ারি আয়োজন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সকল কার্যক্রম প্রায় শেষ করা হয়েছে।
এখন পরীক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীদের জন্য রয়েছে। যে বিষয়গুলো আজকে আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি।
পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে স্বাভাবিকভাবে হবে, শীতের কারণে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বন্ধ দেওয়ার মতো ঘটনা ঘটছে।
এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে তথ্য
- এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ নির্দেশনা
- ৩ টি সুখবর – এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে
- এসএসসি নতুন রুটিন ২০২৪ – সকল শিক্ষা বোর্ড
কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে এখন পর্যন্ত কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি।
কারণ শিক্ষা মন্ত্রণালয় বলছে এই পরীক্ষায় আয়োজন করা হবে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, তখন দেশের
স্বাভাবিক পরিস্থিতি থাকবে কোন সমস্যা তৈরি হবে না, আমরা চেষ্টা করব স্বাভাবিকভাবে পরীক্ষা আয়োজন করার জন্য।
তাই এই মুহূর্তে এসএসসি পরীক্ষা ২০২৪ স্থগিত করা অথবা পিছিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে আসবে না।
পরীক্ষা আয়োজনের অগ্রগতি প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে আমরা পরীক্ষার আয়োজন করার জন্য ইতিমধ্যে সকল প্রশ্নপত্র তৈরি কার্যক্রম প্রায় শেষ করেছি।
পরীক্ষার উত্তরপত্র অতিরিক্ত উত্তর পত্রসহ বিভিন্ন ডকুমেন্ট আমরা পরীক্ষা কেন্দ্রের কাছে সরবরাহ করছি, পরীক্ষা কেন্দ্র কমিটি
গঠন করার জন্য নির্দেশনা আমরা প্রদান করেছি অর্থাৎ পরীক্ষার আয়োজন করার জন্য যা যা দরকার তা করা হচ্ছে প্রতিটি বোর্ড থেকে।
পরীক্ষা কেন্দ্রে কিরকমের পরিস্থিতি তৈরি হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত কর্মকর্তারা বলে আমরা সবসময় জন্যই বলে পরীক্ষা কেন্দ্র শিক্ষার্থীদের
সহযোগিতা করার জন্য এবং স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য, যাতে করে শিক্ষার্থীদের সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। তবে বিভিন্ন সময় দেখা যায় পরিস্থিতি খারাপ হয়,
তবে এর জন্য আমরা বলব এ বছর আমরা পরীক্ষা কেন্দ্রের সাথে কথা বলেছি। যাতে তারা সুন্দরভাবে পরীক্ষায় আয়োজন করে।
২০ লাখের বেশি শিক্ষার্থীর স্বপ্নের এই এসএসসি পরীক্ষা ২০২৪ আগামী ১৫ই ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র ভিসার মাধ্যমে শুরু হয়েছে।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ ১৪ টি নির্দেশনা প্রদান করেছে যে নির্দেশনা মেনে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে।
Leave a Reply