শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে এসএসসি পরীক্ষা ২০২৪ আয়োজন করছেন। এক্ষেত্রে পরীক্ষা নিয়ে কিছু দুঃসংবাদ রয়েছে যা নিয়ে আজকে আমরা কথা বলব।
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় খুব সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজন করল, বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। গতকাল গত পরীক্ষা
অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পরীক্ষার প্রায় ১২৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে আরও পড়ুনঃ
- এসএসসি রেজাল্ট ২০২৪ কবে প্রকাশ হবে ?
- এসএসসি ২০২৪ বাংলা ১ম পত্র ও ২য় পত্র মিলিয়ে পাস ?
- এসএসসি ২০২৪ ইংরেজি ১ম ও ২য় পত্র পাশ যেভাবে ?
- MCQ কত নম্বরে পাশ ? কিভাবে দেখবে MCQ ?
যা এখন পর্যন্ত সর্বোচ্চ বহিষ্কারের সংখ্যা। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা নকল করার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ম্যাজিস্ট্রেটগণ দায়িত্বে অবহেলা পাওয়ার কারণে শিক্ষকদেরকে বহিষ্কার করেছে। কোন শিক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে পরিবেশ নষ্ট করে
তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে পরীক্ষা কেন্দ্রে আমরা চেষ্টা করছি সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজন করার।
তাছাড়া দুই একটি সমস্যা হচ্ছে, বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করছি সে বিষয়গুলোর সমাধান করার। এছাড়া বাংলা প্রথম পত্র
ও দ্বিতীয় পত্র পরীক্ষার খাতা ইতিমধ্যে শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে, শিক্ষকরা সেগুলো নম্বর দেখে বোর্ডের কাছে পাঠাবে।
যার উপর ভিত্তি করে পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা বলছে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে পরীক্ষার ফলাফল প্রকাশ করার।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ দুই মাসের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো। সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।
কেন্দ্রে কিন্তু অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদান নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে অতিরিক্ত কোন সুযোগ সুবিধা প্রদান করা হবে না,
স্বাভাবিকভাবে পরীক্ষা আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীরা যে পরিবেশে পরীক্ষা দিয়ে থাকে সেভাবে পরিবেশ তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন টাকার বিনিময়ে প্রশ্ন দেওয়ার কথা বলে প্রতারণা করা হচ্ছে।
এ ব্যাপারগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই গুরুত্ব সহকারে দেখছে। যারা এই কাজের সাথে
যুক্ত তাদের বিরুদ্ধে খুব শীঘ্রের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রশ্ন ফাঁস হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করেছে।
Leave a Reply