Shovon Study

Education News Website

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক ২০০ টাকা পাবে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে সারাদেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শিক্ষার্থীদের ভর্তি শুরু করেছে।

বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে তারা জানিয়েছে ভর্তি হতে কোন টাকা লাগবে না, বিনামূল্যে ভর্তি হতে পারবে এবং ভর্তি ভাতা ও তারা পাবে।

প্রতিদিন তারা ২০০ টাকা করে পাবে এই কোর্সের মাধ্যমে। তবে এখানে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। যারা পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে, তাদের মাঝে ২০০ টাকা ভাতা পাওয়া যাবে।

এসএসসি ২০২৪ উপবৃত্তি ফলাফল প্রকাশ – সকল বোর্ড

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে

কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের 16 টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু করা হবে।

এসব জেলায় ফ্রিল্যান্সিং করছে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে।

প্রশিক্ষণের জন্য কোন ভর্তি ফি প্রয়োজন হবে না, যোগ্য আবেদনকারী লিখিত পরীক্ষা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের

তালিকা ২৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণ শিক্ষার্থী দৈনিক ২০০ টাকা করে ভাতা পাবেন।

নতুন ব্যাচের ভর্তির জন্য ইতিমধ্যে অনেক আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

যে সকল জেলা আবেদন করতে পারবে তা হলো-

  1. ঢাকা
  2. গোপালগঞ্জ
  3. গাজীপুর
  4. শরীয়তপুর
  5. মাদারিপুর
  6. রাজবাড়ি
  7. কুমিল্লা
  8. লক্ষ্মীপুর
  9. চাঁদপুর
  10. রাজশাহী
  11. নড়াইল
  12. ঠাকুরগাঁও
  13. ভোলা
  14. শেরপুর
  15. সিলেট
  16. সুনামগঞ্জ

অনলাইনের মাধ্যমে প্রাথমিকভাবে আবেদন করার লিংক নিচে তুলে ধরা হলো, যেখানে ক্লিক করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদন করার লিংক

10 comments
MD Salauddin

I Am Bad Student.

Md Badhon Sheikh

ভাইয়া,এই ১৬টি জেলার মধ্যে বগুড়া জেলা কেন নেই? আমরা বগুড়াবাসি সব চেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি। কারণ বগুড়াতে বিএনপির নেতা জিয়ার বাড়ি। অনেক সরকারি চাকরির ক্ষেত্রে বগুড়া জেলা উল্লেখ থাকলেও চাকরিতে বগুড়ার মানুষকে না নিয়ে পাশের জেলা সিরাজগঞ্জ থেকে নেয়। কারণ সিরাজগঞ্জ হলো সাবেক সাস্থমন্ত্রী নাসিমের বাড়ি। এই প্রথা এখনও চলে আসতেছে কেন? কেন???? এটা নিয়ে একটা ভিডিও দেন ভাইয়া প্লিজ।

Alif

Vaia link to open hoe na eon ki korbo???

Mehenaj

I am not a very good student. But I want to succeed in life, I want to try my best

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *