Shovon Study

Education News Website

শিক্ষার্থী আর্থিক অনুদান রেজাল্ট প্রকাশ – সবাই ১০০০০ টাকা পাবে

শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করছে। ইতিমধ্যে তার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে 10 হাজার টাকা পাবে শিক্ষার্থীরা।

কারা কারা এখানে টাকা পাবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। আজকে আমরা সেই তালিকায় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরছে।

যেখান থেকে সরাসরি দেখে নিতে পারবে, কারা কারা এখান থেকে সরাসরি টাকা পাচ্ছে। মূলত এখানে ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন অংকের টাকা প্রদান করা হবে।

উপবৃত্তি টাকা কবে দিবে ২০২৪ – কত টাকা দিবে ?

যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের টাকা প্রদান করা হবে আট হাজার টাকা। তার সাথে একাদশ – দ্বাদশ শ্রেণী

শিক্ষার্থীদের কে ৯০০০ টাকা প্রদান করার কথা বলা হয়েছে। স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থী পাবে তাদেরকে সরাসরি

১০ হাজার টাকা প্রদান করার কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি নোটিসের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়

থেকে জানিয়েছে, যারা চলতি বছরে আর্থিক অনুদান আবেদন করেছিল তাদের তালিকা আমরা প্রকাশ করেছি।

সেই তালিকা আরও যুক্ত করা হয়েছে শিক্ষকদেরকে। মূলত শিক্ষকদেরকে এখানে ৩০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

এছাড়াও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আরো এক লক্ষ টাকা প্রদান করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে

আমরা এখানে সবগুলো তালিকা তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থীরা দেখে নিতে পারবে তার নাম সেখানে রয়েছে কিনা।

তালিকায় শিক্ষার্থীর বিভাগ জেলা ও থানার নাম দেখতে পারবে, এরপরে শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং সেই প্রতিষ্ঠানের

নাম্বার দেখতে পারবে ও শিক্ষার্থী নিজের নাম খুঁজে পাবে। যেখানে শিক্ষার্থীর শ্রেণী না উল্লেখ করা থাকবে এবং অ্যাপ্লিকেশন

অর্থাৎ আবেদন নাম্বার উল্লেখ করা থাকবে, এভাবে শিক্ষার্থী তার নিজেদেরকে খুঁজে বের করে নিতে পারবে। চলতি বছরের প্রায় দশ হাজার শিক্ষার্থীর মাঝে।

যাদেরকে টাকা প্রদান করা হয়েছে তারা হলো, মনোনীত ৪০০ জন শিক্ষক কর্মচারী প্রত্যেকের 30 হাজার টাকা।

ষষ্ঠ থেকে দশম শ্রেণী ৬ হাজার ৩০০ জন ছাত্রছাত্রী প্রত্যেক থেকে ৮ হাজার টাকা। একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী

১৮৬৬ জন ৯ হাজার টাকা। স্নাতক পর্যায়ে ১৬৮০ জন ছাত্রছাত্রী পর থেকে 10000 টাকা শিক্ষা প্রতিষ্ঠান এক লক্ষ টাকা।

তালিকা আমরা নিচে তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থীরা প্রতিটি বিভাগের তালিকা গুলো দেখে নিতে পারবে।

7 comments
50000 টাকা অনুদান আবেদন করুন সকল শিক্ষার্থী - Shovon Study

[…] আরও পড়ুনঃ শিক্ষার্থী আর্থিক অনুদান রেজাল্ট প্র… […]

Abdur Rahman molla

আর্থিক সমস্যার কারণে কিছু টাকা লাগতো।লেখাপড়া করার জন্য। …… নগদ 01920319042

Abdur Rahman molla

লেখাপড়া করার জন্য কিছু টাকা লাগতো দিলে ভালো হতো

Faisal

আর্থিক সমস্যার কারণে কিছু টাকা লাগতো।লেখাপড়া করার জন্য। ……নগদ 01967248713

Faisal

আর্থিক সমস্যার কারণে কিছু টাকা লাগতো।লেখাপড়া করার জন্য। …… নগদ 01967248713

Md Nur Alam

আসসালামু আলাইকুম
আমার নাম নুর আলম,
আমি একজন গরিব ছেলে আমার বাবা নেই,, পরিবারের মধ্যে আমি একজন বাড়ির সংসার বহন করি,,তার পাশা পাশি লেখা পোড়া করি?
আজ টাকার অভাবে আমি ভালো ভাবে লেখা পোড়া করতে পারতেছি না প্লিজ আমাকে সাহায্য করুন
বিকাশ টু নগত 👇👇👇👇👇👇
মোবাইল নাম্বার 01786157953

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *