এসএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশ নিয়ে বর্তমানে কয়েকটি সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যে বিষয়গুলো আজকে আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরব।
বর্তমানে শিক্ষার্থীরা অনেক দুশ্চিন্তা করছে, তাদের পরীক্ষার ফলাফল নিয়ে। কিন্তু এখানে দুশ্চিন্তা করার কোন কিছুই নেই।
খুব সুন্দরভাবে পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে এবং এ বছরে পাশের আরো অনেক ভালো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নিশ্চিত করেছে।
এক্ষেত্রে পাশের হার কেমন হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলে গত বছরের মত এবছরের
পাশের হার ৮০ শতাংশের কাছাকাছি থাকবে। তবে কয়েকটি বোর্ডের পাশে আরো ভালো হবে বলে তারা ধারণা করছে।
সামগ্রিকভাবে রেজাল্ট এবার ভালো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং বোর্ডের কর্মকর্তা থেকে জানানো হয়েছে।
যে সকল বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে তা হলঃ
- ঢাকা বোর্ড
- কুমিল্লা বোর্ড
- দিনাজপুর বোর্ড
- রাজশাহী বোর্ড
- বরিশাল বোর্ড
- চট্টগ্রাম বোর্ড
- সিলেট বোর্ড
- ময়মনসিংহ বোর্ড
- যশোর বোর্ড
- মাদ্রাসা বোর্ড
- কারিগরি বোর্ড
এ বছরের ফলাফল নিয়ে বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলে তারা আমাদেরকে সরাসরি বলেছে এ বছর রেজাল্টের গড় অনেক ভালো,
শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করেছে অনেক বিষ।য় তাদের পরীক্ষা হয়েছে সম্পূর্ণ সিলেবাসের পরীক্ষা হয়েছে,
তারপরও তাদের রেজাল্টে খুবই ভাল এসেছে। এ প্লাস পাওয়ার সংখ্যা কিছুটা কমতে পারে। কারণ স্বাভাবিকভাবে গত কয়েক বছর
সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে জন্য অনেকেই এ প্লাস পেয়েছে কিন্তু চলতি বছরে পরীক্ষা হয়েছে সম্পন্ন বইয়ের উপরে।
যার কারণে পাশের হার কিছুটা স্বাভাবিক থাকলেও এ প্লাস পাওয়ার সংখ্যা কিছুটা কমেছে। এক্ষেত্রে ১ লক্ষ ৫০ হাজারের মতো
শিক্ষার্থী প্লাস পাবে বলে ধারণা করা যাচ্ছে। সবচেয়ে বেশি এ প্লাস পাবে ঢাকা এবং রাজশাহী বোর্ডের অধীনে শিক্ষার্থীরা, এমনটা জানিয়েছে বোর্ডের কর্মকর্তারা।
তবে বাকি বিষয়গুলো নির্ভর করে মূল ফলাফলের উপর। রেজাল্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে কোন কিছু বলা যাচ্ছে না।
আগামী ১২ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 11 টার দিকে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে পারবে। তাছাড়া এসএমএসে মাধ্যমে ফলাফল দেখার ব্যবস্থা রাখা রয়েছে।
Leave a Reply