সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম
সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম

সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সঠিক নিয়ম ২০২৫

সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম অনেক শিক্ষার্থী জানে না। যার কারণে তারা শিক্ষকের মন জয় করতে পারে না। পরীক্ষায় অনেক লিখেও ভালো নম্বর পেতে পারে না।

কিভাবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং জানাবো কি কি কৌশল অনুসরণ করলে ভালো নম্বর পাওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় ?

সৃজনশীল পরীক্ষার প্রশ্ন চারটি ভাগে বিভক্ত ১০ নম্বরে হয়ে থাকে। এই ১০ নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীদের

চারটি ভাগে লিখতে হবে। চারটি ভাগ আলাদা আলাদাভাবে লেখার ক্ষেত্রে শিক্ষার্থী নম্বর পেয়ে থাকে।

কিভাবে এই চারটি পয়েন্ট শিক্ষার্থী উপস্থাপন করবে শিক্ষকের সামনে তা নিয়ে রয়েছে সবচেয়ে বেশি কৌশলের খেলা।

শিক্ষক কেমন খাতা পছন্দ করে তার উপর সবকিছু নির্ভরশীল। যদি বোর্ড পরীক্ষার খাতা হয় তাহলে অবশ্যই সুন্দর হবে উত্তর উপস্থাপন করতে হবে।

সৃজনশীল পরীক্ষার প্রশ্ন
  • ক – জ্ঞানমূলক
  • খ – অনুধাবনমূলক
  • গ – প্রয়োগমূলক
  • ঘ – উচ্চতর দক্ষতা
ক জ্ঞানমূলক লেখার নিয়ম

জ্ঞান মূলক এক কথার একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। এখানে বানানের দিকে বিশেষভাবে নজর দিতে হবে কোন ভাবে বানান ভুল করা যাবেনা এবং এক লাইনের মধ্যে উত্তর লিখতে হবে।

খ অনুধাবনমূলক লেখার নিয়ম

অনুধাবনমূলক প্রশ্ন মূলত ব্যাখ্যামূলক প্রশ্ন হয়ে থাকে, কেন কিভাবে কি কারনে এসব নিয়ে ব্যাখ্যা আসতে পারে।

তাই ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে প্রথমে মূল বক্তব্য জ্ঞান মূলক আকারে এক লাইন অথবা দুই লাইনে লিখতে হবে।

পরবর্তীতে ব্যাখ্যা তিন থেকে পাঁচ লাইনের মধ্যে লিখতে হবে, এখানেও বানানের দিকে বিশেষভাবে নজর দিতে হবে।

গ অনুধাবনমূলক লেখার নিয়ম

অনুধাবনমূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে সর্বমোট তিনটি পয়েন্টে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। এখানে মূলত উদ্দীপকের সাথে প্রশ্নের ব্যাখ্যা করতে বলা হয়,

বর্ণনা করতে বলা হয় ও নিয়ম তত্ত্ব নীতি পদ্ধতি নির্ণয় করতে বলা হয়। শিক্ষার্থীদেরকে প্রথমে উদ্দীপকে বিষয়টি

জ্ঞানমূলক আকারে লিখতে হবে, আরো দুই থেকে তিন লাইন পরবর্তী অংশে অনুধাবন আকারে আরো দুই থেকে তিন লাইন

ব্যাখ্যা লিখতে হবে এবং পরবর্তীতে প্রয়োগমূলক অংশে চার থেকে পাঁচ লাইন প্রশ্নের উত্তর সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।

ঘ উচ্চতর দক্ষতা লেখার নিয়ম

উচ্চতর দক্ষতার ক্ষেত্রে সর্বমোট চার নম্বর প্রদান করা হয়ে থাকে। এখানে শিক্ষার্থী থেকে চারটি অংশ লিখতে হবে।

মূলত উচ্চতর দক্ষতার ক্ষেত্রে উদ্দীপকের প্রদত্ত বিষয়ের সাথে ব্যাখ্যা সিদ্ধান্ত গ্রহণ ধারণা সৃষ্টি উক্তি বিবৃতি ঘটনা বিশ্লেষণ করতে বলা হয়।

এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে গ নম্বরের মতো করেই জ্ঞানমূলক অনুধাবনামূলক প্রয়োগমূলক লিখতে হবে আলাদা আলাদা তিনটি প্যারা করে

এবং পরবর্তী অংশে উচ্চতা দক্ষতা আরো তিন থেকে চার লাইন অতিরিক্ত যুক্ত করে শেষ ধাপে উপসংহার টানতে হবে।

কত লাইন লিখতে হবে ?
  • ক প্রশ্নের ক্ষেত্রে ১ লাইন থেকে ২ লাইন
  • খ প্রশ্নের ক্ষেত্রে ৩ লাইন থেকে ৫ লাইন
  • গ প্রশ্নের ক্ষেত্রে ৭ লাইন থেকে ১০লাইন
  • ঘ প্রশ্নের ক্ষেত্রে ১২ লাইন থেকে ১৫ লাইন
কতক্ষণ সময় লেখা উচিত ?
  • জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে ১ মিনিট
  • অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে ৩ থেকে ৪ মিনিট
  • প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে ৬ থেকে ৭ মিনিট
  • উচ্চতর দক্ষতা প্রশ্নের ক্ষেত্রে ৮ থেকে ১০ মিনিট

সৃজনশীল প্রশ্ন লেখার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

  • প্রথমেই উদ্দীপক ভালোভাবে পড়ে নিতে হবে
  • পাঠ্য বিষয়ের উপর স্পষ্ট ধারণা থাকতে হবে
  • উদ্দীপকের সঙ্গে গল্প প্রবন্ধ কবিতা সাদৃশ্য মিল বা গডমিল বুঝে নিতে হবে
  • উদ্দীপকে কি বুঝাতে চাচ্ছে সে বিষয়গুলো বুঝতে হবে
সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন Join Group

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *