Shovon Study

Education News Website

হিসাববিজ্ঞান সাবজেক্ট রিভিউ – Accounting Subject Review

হিসাববিজ্ঞান সাবজেক্ট রিভিউ – পর্বে আজকে আমরা জানব, কেন তোমার হিসাববিজ্ঞান নেওয়া দরকার ? হিসাববিজ্ঞান নিলে ভবিষ্যৎ কি হবে ? কি কি বিষয় হিসেবে বিজ্ঞান পড়ানো হয় এবং পড়াশোনার চাপ কেমন ?

আরও পড়ুনঃ

তুমি যদি ব্যবসা-বিপাকে শিক্ষার্থী হও এবং অংক করতে ভালোবাসো তাহলে তুমি হিসাববিজ্ঞান নাও,

কারণ হিসেবে বিজ্ঞানের তুলনামূলক ব্যবসা বিভাগের অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক বেশি অংক থাকবে।

যেগুলো তোমাকে সময় নিয়ে করতে হবে এবং হিসাব বিজ্ঞানের ভবিষ্যৎ দিক খুব প্রসারিত, অনেক শিক্ষার্থী যারা

কিনা বিবিএ ফ্যাকাল্টিতে পড়াশোনা করতে চাই তাদের জন্য হিসাব বিজ্ঞান সবচেয়ে বেস্ট সাবজেক্ট হতে পারে।

হিসাব বিজ্ঞানে পড়াশুনার চাপ তুলনামূলক রয়েছে, যদি কেউ মনে করো খুব সহজ এখানে পাস করে যাবে তারা ভুল ভাবছো।

অনেকে চার বছরের জায়গায় ছয় বছর লেগে যায় এই ভুল ধারণার কারণে। হিসাব বিজ্ঞানের প্রথম এক বছর

এবং দুই বছর তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে সময় দিয়ে হিসাব বিজ্ঞানের বিষয়গুলো বুঝে নিতে হবে।

এমন হতে পারে এই সময় তোমাকে নিয়মিত ক্লাস এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। পরীক্ষার তিন থেকে চার মাস আগে

তোমাকে সিরিয়াস পড়াশোনা করতে হবে। তবে তৃতীয় বছর এবং চতুর্থ বছর তোমাকে যথেষ্ট সুযোগ-সুবিধা তারা দিবে,

চাইলে চাকরি করতে পারো। তবে পরীক্ষার ঠিক তিন চার মাস আগে এসে তোমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে।

হিসাববিজ্ঞান বিষয় যা যা পড়ানো হয় – হিসাববিজ্ঞান সাবজেক্ট রিভিউ

১ম বর্ষ সাবজেক্ট

  • হিসাববিজ্ঞানের নীতিমালা
  • অর্থের মূলনীতি
  • বিপণনের মূলনীতি
  • ব্যবস্থাপনার নীতিমালা
  • মাইক্রো ইকোনমিক্স
  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

২য় বর্ষ সাবজেক্ট

  • কম্পিউটার তথ্য প্রযুক্তি (অ্যাকাউন্টিং)
  • বাংলাদেশে কর ব্যবস্থা
  • ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং
  • ব্যবসা গণিত
  • ব্যবসা পরিসংখ্যান
  • ম্যাক্রো ইকোনমিক্স
  • ব্যবসায়িক যোগাযোগ এবং প্রতিবেদন লেখা

৩য় বর্ষ সাবজেক্ট

  • নিরীক্ষা এবং নিশ্চয়তা
  • অ্যাডভান্সড অ্যাকাউন্টিং-I
  • কস্ট অ্যাকাউন্টিং
  • ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (ইংরেজিতে)
  • ব্যবসা ও বাণিজ্যিক আইন
  • উদ্যোক্তা
  • আর্থিক ব্যবস্থাপনা
  • ব্যাংকিং এবং বীমা তত্ত্ব, আইন এবং হিসাব

৪র্থ সাবজেক্ট

  • অ্যাকাউন্টিং তত্ত্ব
  • উন্নত অডিটিং এবং পেশাগত নীতিশাস্ত্র
  • অ্যাকাউন্টিং তথ্য সিস্টেম
  • সাংগঠনিক আচরণ
  • কর্পোরেট আইন এবং অনুশীলন
  • ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস
  • অ্যাডভান্সড অ্যাকাউন্টিং-II
  • বিনিয়োগ বিশ্লেষণ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা
  • গবেষণা পদ্ধতি (ইংরেজিতে)
  • ভাইভা-ভোস – মৌখিক পরীক্ষা

হিসাববিজ্ঞান পড়ে ক্যারিয়ার

  • প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি
  • মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি
  • কলেজ পর্যায়ে শিক্ষকতার চাকরি
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার চাকরি
  • বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার সুযোগ
  • বিসিএস শিক্ষা ক্যাডারের সংখ্যা অনেক রয়েছে
  • সকল প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রশাসন কর্মী
  • সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী
  • ব্যাংকে চাকুরী
  • মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী
  • CA
  • Auditor
  • বিসিএস অডিট ও ট্যাক্স
  • Tax officers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *