এইচএসসি ২০২৪ পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে তারা পরীক্ষায় আয়োজন করবে। আগামী 11 সেপ্টেম্বর পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।
কিন্তু অন্যদিকে শিক্ষার্থীরা দাবি করছে তাদের এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সাবজেক্ট মাপিং করে রেজাল্ট প্রকাশ করা যেন হয় করতে হবে।
আরও পড়ুনঃ
- HSC 2024 New Routine – 11 September Start
- ২০ তারিখে মধ্যে সাবজেক্ট ম্যাপিং এইচএসসি ২০২৪ চায় শিক্ষার্থীরা
- ১১ সেপ্টেম্বর এইচএসসি ২০২৪ পরীক্ষা শুরু
- অটোপাশের দাবিতে আন্দোলন করছে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীরা
কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছে কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েছে,
অনেক শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে জেল বা কারাগারে ছিল। এমনকি এখনো অনেকে হাসপাতালে রয়েছে।
এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় তাদের ব্যাপারে কোন খোঁজ খবর না নিয়ে সরাসরি পরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নিচ্ছে।
তাছাড়া এই আন্দোলনের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে, এখন আর পড়ালেখার মত ঠিক পরিবেশ তারা পাচ্ছে না।
তাই পরীক্ষার প্রস্তুতিও তারা নিতে পারছে না। অনেকবার পরীক্ষা স্থগিত করেছে যার কারণে শিক্ষার্থীরা অনেকটাই হতাশ হয়েছে পরীক্ষা নিয়ে।
এই অবস্থায় যদি পরীক্ষায় আয়োজন করা হয়, তাহলে তাদের রেজাল্ট খুবই খারাপ হবে। কেউ স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিতে পারবে না বলে তাদের দাবি।
এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা দাবি জানিয়েছে তাদেরকে অটোপাশ দেওয়া দিতে হবে অর্থাৎ এসএসসির রেজাল্টের
উপর সাবজেক্ট মাপিং করে রেজাল্ট প্রকাশ করতে হবে। ইতিমধ্যে অধিকাংশ সাবজেক্টে পরীক্ষা হয়েছে আর মাত্র কয়েকটি বিষয় পরীক্ষা বাকি রয়েছে।
এক্ষেত্রে শিক্ষার্থীরা বলছে সে পরীক্ষাগুলো না নিয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা যেতে পারে।
তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি বলে দেয়া হয়েছে, তারা সাবজেক্ট ম্যাপিং করাবে না।
তারা পরীক্ষা আয়োজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আগামী সপ্তাহের মধ্যে রুটিন প্রকাশ করতে যাচ্ছে তারা।
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা জানিয়েছে আগামী ২০ আগস্ট এর মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় অটোপাশের সিদ্ধান্ত অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করার সিদ্ধান্ত যদি শিক্ষা মন্ত্রণালয় না নেয় তাহলে তারা আন্দোলনের ঘোষণা দিবে।
ইতিমধ্যে বরিশাল এবং সিলেটের বিভিন্ন জায়গায় আন্দোলনের সংবাদ আমরা শুনেছি, সেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন
এবং তারা তাদের দাবিগুলো জানিয়েছে গণমাধ্যমকে। এখন শিক্ষার্থীরা চাচ্ছে তাদের অটো পাস দেয়া হোক।
তবে শিক্ষার্থীদের অন্য একটি অংশ পরীক্ষায় দাবি করছেন তারা বলছে, আমাদের এসএসসি রেজাল্ট অনেক খারাপ রয়েছে।
আমরা চাচ্ছি এইচএসসি ২০২৪ ভালো রেজাল্ট করে ভালো বিশ্ববিদ্যালয় ভর্তি হতে, এখন যদি সাবজেক্ট ম্যাপিং করা হয়।
তাহলে আমাদের রেজাল্ট আবার খারাপ হবে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারাও দাবি করছে তাদের পরীক্ষার জন্য স্বাভাবিকভাবে নেয়া হয়।
এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কি করবে, অটো পাশ দিবে কিনা বা পরীক্ষা চলমান থাকবে কি না এখন সেটা দেখার বিষয়।
আন্দোলনের সিদ্ধান্ত এইচএসসি ২০২৪ এক অংশ - Shovon Study
[…] […]