উচ্চ মাধ্যমিক পর্যায়ে লাখ লাখ শিক্ষার্থী দাবি তুলেছে তাদের এইচএসসি পরীক্ষা দুই মাস পেছনে হোক। এ ব্যাপারে তারা বর্তমানে আন্দোলন করছে।
আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলব এবং জানাবো এই আন্দোলনের সর্বশেষ অগ্রগতি কি এবং আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার রুটিন পরিবর্তন করবে কিনা।
আরও পড়ুনঃ সিলেটে বন্যা – এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি ?
শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের পরীক্ষাগুলো পিছিয়ে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে
অল্প সময়ের মধ্যে সিলেবাস তারা শেষ করতে পারেনি। এর মধ্যে চলতি বছরে জাতীয় নির্বাচন ছিল যার প্রভাব তাদের পরীক্ষার উপরে পড়েছে,
এছাড়াও বিভিন্ন সময়ে বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় তীব্রতাপ প্রবাহ বয়ে গেছে বাংলাদেশের উপর গিয়ে।
যার প্রভাব তাদের পরীক্ষার উপরে করেছে। এই অবস্থায় ৩০ জুনে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে না।
তারা দাবি তুলেছে তাদের পরীক্ষা অন্ততপক্ষে দুই মাস পিছিয়ে নেয়া হোক এবং নতুন রুটিনের পরীক্ষায় আয়োজন করা হোক।
আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের সাথে কথা বললে কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে জানায় – তারা বিভিন্ন সময় শিক্ষা বোর্ডের
কাছে দাবি তুলেছে তাদের পরীক্ষা পিছিয়ে নেওয়ার ব্যাপারে। কিন্তু শিক্ষা বোর্ড কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহন করেননি,
এমনকি তারা সংবাদ সম্মেলন করেছে এবং শিক্ষা বোর্ডের কাছে স্মারক লিপি জমা দিয়েছে। কিন্তু তারপরও কোন ধরনের সমাধান তারা পায়নি,
সর্বশেষ তারা জাতীয় প্রেসক্লাবের সামনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে এবং সেখানে তারা আন্দোলন করবে এবং
এ ব্যাপারে গণমাধ্যম সহ শিক্ষা বোর্ডের এবং মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবে। যাতে করে তাদের প্রতি তারা সুদৃষ্টি দেয়
এবং সিদ্ধান্ত পরিবর্তন করে, আগামী 30 আগস্ট পরীক্ষা আয়োজন করে। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে
এ ব্যাপারে কোন কিছুই জানা যায়নি, তারা গত ০১ জুন একটি নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে পরীক্ষা নিয়ে কোন ধরনের
বিব্রত ছড়ানো যাবে না, সঠিক সময় পরীক্ষায় আয়োজন করা হবে অর্থাৎ আগামী 30 জুন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া সিলেটের বন্যা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রোধে কর্মকর্তারা জানিয়েছে, যে এলাকায় শুধুমাত্র বন্যা হবে
অর্থাৎ প্রাকৃতিক কোনো দুর্যোগ তৈরি হবে শুধুমাত্র সেখানে পরীক্ষা স্থগিত হতে পারে। সিলেটের বন্যা যদি পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত থাকে,
তাহলে আমরা এইচএসসি পরীক্ষা স্থগিত করব, আর নয়তো অন্যান্য এলাকার মত করে পরীক্ষা চলমান থাকবে
নতুন কোন সিদ্ধান্ত হলে আমরা সেটা সবাইকে জানিয়ে দিব। তবে এই মুহূর্তে কোন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
Leave a Reply