Shovon Study

Education News Website

HSC ICT MCQ Pass Mark | ICT Pass Mark

HSC ICT MCQ Pass Mark উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ICT বিষয়ে কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে তা জানতে চাচ্ছি।

অনেক শিক্ষার্থী আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের এইচএসসি

পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আয়োজন করেছে। যেখানে ১১ টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আলাদা আলাদা ভাবে

পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। আলাদা প্রশ্নের পরীক্ষা হওয়ার কারণে শিক্ষার্থীরা অনেকের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে।

তাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিনা সর্বশেষ এ ব্যাপারে উত্তর প্রকাশ করা হয়েছে। আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীরা চাইলে এখান থেকে তাদের উত্তর গুলো দেখে নিতে পারবে।

HSC 2024 ICT MCQ Solution All Board

তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার আয়োজন করা হয়ঃ

  • সৃজনশীল ৫০ নম্বর
  • বহুনির্বাচন ২৫ নম্বর

HSC ICT MCQ Pass Mark | ICT Pass Mark

সৃজনশীল

এখানে সৃজনশীলের পাশ করার জন্য শিক্ষার্থীদের কে ৫০ নম্বরের মধ্যে, অন্ততপক্ষে 17 নম্বর পেতে হবে তবে শিক্ষার্থী সৃজনশীরে পাস করবে।

বহুনির্বাচন

আর বহুনির্বাচনী পাস করার ক্ষেত্রে শিক্ষার্থী ২৫ নম্বরের মধ্যে আট নম্বর পেতে হবে, তবে শিক্ষার্থী বহুনির্বাচনি বিষয় পাশ করবে।

এখানে বলে রাখা ভালো শিক্ষার্থী যদি কোন একটি নির্ধারিত অংশে ফেল করে তাহলে তার সম্পূর্ণ বিষয়ে ফেল দেখাবে।

অর্থাৎ সৃজনশীল অংশে যদি শিক্ষার্থী ১৭ নম্বর কম পায় তাহলে তার ওই বিষয়ে ফেল দেখাবে আবার বহুনির্বাচনি যদি ৮ নম্বরে কম পায় তাহলে তার ওই বিষয়ে ফেল দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *