উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ২০২৪ পরীক্ষা ইতি মধ্যে শুরু হয়েছে। বাংলা প্রথম পত্র থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে পরীক্ষা শিক্ষার্থীরা দিয়েছে।
যে খাতা গুলো ইতিমধ্যে শিক্ষকরা পেয়ে যাচ্ছে ও খাতা দেখা শুরু করেছে আজকে আমরা সেই খাতা দেখা নিয়ে শিক্ষার্থীদেরকে
গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য জানাবো। মূলত শিক্ষকের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষার খাতা
ইতিমধ্যে হাতে পেয়ে যাচ্ছে। কারণ তাদের এই খাতা গুলো দেখা শেষ করে নম্বর খুব তাড়াতাড়ি বোর্ডের কাছে পাঠাতে হবে।
HSC All Subject Pass Mark 2024
যার উপর এইচএসসি ২০২৪ রেজাল্ট প্রস্তুত করা হবে। এ ব্যাপারে শিক্ষকরা আমাদেরকে জানায় পরীক্ষার খাতা ২০০ থেকে ৩০০ করে এসেছে।
কোন কোন বান্ডিলে পরীক্ষার খাতা ৫০ থেকে ১০০ রয়েছে। আমরা খাতাগুলো খুব সুন্দর ভাবে দেখার পরিকল্পনা করেছি।
এখন আমরা খাতা দেখার কার্যক্রম সেরকম ভাবে শুরু করিনি আবার অনেক শিক্ষক খাতা দেখা শুরু করে দিয়েছে।
তবে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার খাতার জন্য স্বাভাবিকভাবে দেওয়া হয়, অতিরিক্ত কঠিন
যেন পরিবেশ তৈরি না করা হয়, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা যে নম্বর পাবে তাদেরকে যেন সেই নম্বর দিয়ে দেয়া হয়।
তাছাড়া প্রধান পরীক্ষকদের নির্দেশনা প্রদান করা হয়েছে যে সকল পরীক্ষার খাতায় অতিরিক্ত ফেল দেখানো হবে
সেখানে যেন খাতা গুলো আরো একবার প্রধান পরীক্ষক করতে চেক করা হয় এবং দেখা হয় সেখানে কোন সমস্যা রয়েছে কিনা।
দুই এক নম্বরের কারণে ফেল করার বিষয়টি নিয়ে শিক্ষকরা জানিয়েছে দুই এক নম্বরের জন্য যদি কোন শিক্ষার্থী
ফেল করে বিশেষ করে সৃজনশীল অংশে যেটা আমাদের হাতে রয়েছে আমরা চেষ্টা করব সেই নম্বরটি বাড়িয়ে দেওয়ার।
তবে যদি একদমই আমরা না পারি তখন আমাদের কোন কিছু করার থাকবে না। যদি শিক্ষার্থী পরীক্ষার খাতায়
পর্যাপ্ত লিখে আসে তাহলে অবশ্যই আমরা নাম্বার বাড়িয়ে দিব এবং শিক্ষার্থীদেরকে পাশ করে দেওয়ার চেষ্টা করবো।
আমরা সবসময় জন্য চেষ্টা করি পরীক্ষার খাতায় অনেক সহজ করে দেখার, যেহেতু বোর্ড পরীক্ষা অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তা ছাড়া 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীর অনেক ধরনের সমস্যার মধ্যে পরীক্ষা
দিচ্ছে বৃষ্টি বন্যা তাদের জন্য নিয়মিত সঙ্গী এই অবস্থায় আমরা চেষ্টা করব পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে দেওয়ার।
কবে থেকে এইচএসসি ২০২৪ শুরু হবে ? - Shovon Study
[…] […]