শিক্ষা মন্ত্রণালয় নাকি কোটা সংস্কারে আন্দোলন নাকি পুলিশ, কাদের কারণে বিপদে পড়েছে এইচএসসি ২০২৪ শিক্ষার্থীরা।
মূলত বর্তমান শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি সমস্যা হচ্ছে ।
- পরীক্ষার খাতা অর্থাৎ উত্তরপত্র পুড়ে যাওয়া
- পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়া
- অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত হবে
এই অবস্থায় শিক্ষার্থীরা বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে, তাদের পরীক্ষা নিয়ে মহা সংকট তৈরি হয়েছে।
অটোপাশ নাকি পরীক্ষা – HSC Exam 2024
যে পরীক্ষাগুলো এখনো হয়নি সে পরীক্ষাগুলো খুব শীঘ্রই তারা নিতে পারবে। তবে যে পরীক্ষাগুলো ইতিমধ্যেই শিক্ষার্থীরা
দিয়েছে তার খাতা পুড়ে গেছে তার প্রশ্নপত্র পুড়ে গেছে, এর সমাধান কিভাবে হবে। বিভিন্ন শিক্ষা বোর্ডে কর্মকর্তারা বলছে,
আবার পরীক্ষায় আয়োজন করা হোক কিন্তু শিক্ষার্থীরা বলছে এক বিষয়ে দুইবার পরীক্ষা দেওয়ার কোন ইচ্ছায় তাদের নেই।
যেহেতু তাদের পরীক্ষাই হচ্ছে না, সেখানে আবার এক বিষয়ে দুইবার পরীক্ষা যেন এক প্রকার বিলাসিতা।
এই পরিস্থিতিতে কে দায়ভার নিবে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের, কারণে যে ভুল হয়েছে যদি বিষয়টি বিশ্লেষণ করে দেখতে পাই
পরীক্ষার খাতা পুরেছে মূলত 14 জুলাই এবং ১৬ জুলাই পরীক্ষায়। যেখানে ১৪ জুলাই পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ
দ্বিতীয় পত্র এবং হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় আয়োজন করা হচ্ছিল এবং ১৬ তারিখে ভূগোল প্রথম পত্র পরীক্ষায়
আয়োজন করা হয়েছিল। এরপরে সেই খাতা গুলো পরীক্ষা কেন্দ্র থেকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে থানা ট্রেজারিতে।
স্বাভাবিকভাবে পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র থানা হেফাজতের রাখা হয়। পরবর্তীতে পুলিশ তা নিরাপত্তার মাধ্যমে বোর্ডের কাছে হস্তান্তর করে,
কিন্তু গত ১১ তারিখের পরীক্ষার পরে কোন খাতা তারা বোর্ডের কাছে স্থানান্তর করেনি। কারণ বোর্ড তাদেরকে নিষেধ করেছে।
অন্যদিকে পুলিশ ও ব্যস্ত ছিল তাদের জনগণকে দমন করতে, এই অবস্থায় শিক্ষা বোর্ড পুলিশকে তাদের দায়িত্ব পালন করেনি।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত পাঁচ আগস্ট এবং ৬ আগস্ট বিভিন্ন থানায় আগুন দেয়া হয়েছে, সে ক্ষেত্রে দেখা যায় ১৬ জুলাই থেকে ৫ আগস্ট
প্রায় ২০ দিনের মতো থানায় খাতা ছিল। যেহেতু আগুন দেয়া হয়েছে আগস্ট মাসের শুরুতে ,সেক্ষেত্রে এতদিন কেন খাতা থানায় থাকবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
এর কোন সঠিক সমাধান কেউ দিতে পারবে না বলে মনে করছে শিক্ষার্থীরা। এই দ্বারা প্রমাণিত যে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডের গাফিলতি
ও পুলিশ বাহিনীর গাফলিতির কারণে শিক্ষার্থীরা মহাসংকটে পড়েছে। তাদের খাতায় আগুন লাগার মূল কারণ হচ্ছে তাদের খাতা
সঠিক সময় বোর্ডের কাছে অত্যন্ত না করা এবং এর দায়ভার শিক্ষা মন্ত্রণালয় হবে শিক্ষা বোর্ড এবং পুলিশকে নেওয়া উচিত।
কি চায় সরকার এইচএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে ? - Shovon Study
[…] আরও পরুনঃ এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিপদে ফে… […]