শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে শিক্ষা সচিব HSC Exam 2024 বাতিল ঘোষণা করেছে এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হয়েছিল পরীক্ষা হবে অর্ধেক নম্বরে এবং পরীক্ষার সময় নিয়েও তারা পরিবর্তন করে, পরীক্ষা আয়োজন করতে চাচ্ছে।
কিন্তু সর্বশেষ তারা পরীক্ষা বাতিল ঘোষণা করছে এবং তারা জানিয়েছে পরীক্ষা হবে না পরীক্ষার ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ HSC Result 2024 Kivabe Dibe ?
উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেন এক নাটক রচিত হলো।
যেখানে পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছিল, সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত
দিয়েছে তারা পরীক্ষা নিবে না অর্থাৎ পরীক্ষা বাতিল করছে এবং তারা বলছে পরীক্ষা ক্ষেত্রে নাম্বার মূল্যায়ন করা হবে, সাবজেক্ট ম্যাপিং করে।
সেখানে একটি সিদ্ধান্ত আসবে এবং কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে তা জানাবে। তবে শিক্ষার্থীরা দাবি করে আসছিল তাদের পরীক্ষা যেগুলো হয়েছে,
সেগুলোর মাধ্যমে মূল্যায়ন করতে হবে এবং যে পরীক্ষাগুলো তারা দিতে পারেনি, সেই পরীক্ষার নম্বর এসএসসির মাধ্যমে নিতে হবে
এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও সেই দাবি নিয়ে তারা কথা বলেছে দাবির কথাগুলো তাদেরকে জানিয়েছে এবং বলেছে এভাবে মূল্যায়ন করলে আমরা মেনে নিব।
যে সকল বিষয় শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেঃ
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- ইংরেজি প্রথম পত্র
- ইংরেজি দ্বিতীয় পত্র
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- পদার্থবিজ্ঞান প্রথম পত্র
- পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র
- হিসাব বিজ্ঞান প্রথম পত্র
- হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র
- যুক্তিবিদ্যা প্রথম পত্র
- যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র
এক্ষেত্রে শিক্ষার্থীরা বলছে উপরের বিষয়গুলো নম্বর সরাসরি ইচএসসি ২০২৪ পরীক্ষায় আমরা দিয়েছি তার খাতা দেখে নম্বর মূল্যায়ন করে রেজাল্ট প্রকাশ করতে হবে।
আর বাকি যে সকল HSC Exam 2024 রয়েছে সেগুলো মূল্যায়ন করতে হবে এসএসসির মাধ্যমে। এ ক্ষেত্রে বাকি রয়েছে যেসকল বিষয় তা হলঃ
- রসায়ন
- জীববিজ্ঞান
- উচ্চতর গণিত
- পরিসংখ্যান
- ব্যবসা সংগঠন
- উৎপাদন ব্যবস্থাপনা
- ফিন্যান্স ও ব্যাংকিং
- কৃষি শিক্ষা
- গার্হস্থ্য বিজ্ঞান
- অর্থনীতি
- ইতিহাস
- ইসলামী ইতিহাস ও সংস্কৃতি
- যুক্তিবিদ্যা
- ভূগোল – ভূগোল প্রথম পত্র পরীক্ষা হয়েছে দ্বিতীয় পত্র পরীক্ষা হয়নি
- সমাজকর্ম
- সমাজবিজ্ঞান
- ইসলাম শিক্ষা
- মনোবিজ্ঞান
এক্ষেত্রে শিক্ষার্থীরা বলছে এই বিষয়গুলোর নম্বর এসএসসির মাধ্যমে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে এসএসসিতে শিক্ষার্থী
যে গ্রুপ সাবজেক্ট রয়েছে সেগুলো এখানে ম্যাপিং করে দেয়া হোক অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করা হোক অনেকের সাবজেক্ট মিলবে না।
এক্ষেত্রে সরাসরি রেজাল্ট বসিয়ে দিলে সমস্যা নেই, কারণ এর আগেও সাবজেক্ট ম্যাপিং করার ক্ষেত্রে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি।
Diya
সাবজেক্ট ম্যাপিং করবে বুঝলাম,কিন্তু বাংলা , ইংলিশ , তথ্য যোগাযোগ প্রযুক্তি অথবা পদার্থবিজ্ঞান কোনটায় যদি এ প্লাস না আসে তাহলে কি এসএসসি এর চতুর্থ বিষয় থেকে পয়েন্ট, প্লাস থাকবে না যে সাবজেক্টে, সেটায় যুক্ত হবে?