শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে এসএসসি পরীক্ষা ২০২৪ আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। সে প্রস্তুতির অংশ হিসেবে প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে। আজকে আমরা প্রবেশপত্র বিতরণ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি।
এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে তথ্য
- এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ নির্দেশনা
- ৩ টি সুখবর – এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে
- এসএসসি নতুন রুটিন ২০২৪ – সকল শিক্ষা বোর্ড
প্রবেশপত্র শিক্ষার্থীরা কবে হাতে পাবে ?
শিক্ষা মন্ত্রণালয় থেকে তথ্য অনুযায়ী আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশপত্র স্কুল কর্তৃপক্ষ সংগ্রহ করবে।
তবে এখানে প্রবেশপত্র সংগ্রহ করার সাথে সাথেই শিক্ষার্থীরা প্রবেশপত্র পাবে না, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা তার অনুপুস্তিতে অন্য কেউ প্রবেশপত্র বোর্ড থেকে সংগ্রহ করবে এবং সেগুলো স্কুলের সরবরাহ করবে।
স্কুল কর্তৃপক্ষ সেই প্রবেশপত্র সঠিকভাবে মিলিয়ে দেখবে, কোন ধরনের ভুল থাকলে সেগুলো ১৩ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে।
প্রবেশপত্র কবে শিক্ষার্থীদের কে প্রদান করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্ব কর্মকর্তা বলেন আগামী 9 থেকে
10 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে তারা যেন পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করে।
পরীক্ষার ৩ দিন পূর্বে সকল প্রবেশপত্র বিতরণ করার নিয়ম রয়েছে এবং যদি কোন সমস্যা হয় ,তাহলে ১৩ ফেব্রুয়ারির
মধ্যে শিক্ষার্থীরা স্কুলকে সে বিষয়টি জানাবে এবং স্কুল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বিষয়টি সমাধান করে নেবে।
প্রবেশপত্র সংগ্রহ করতে টাকা লাগবে ?
শিক্ষা মন্ত্রণালয় থেকে ফরম ফিলাপের সময় প্রবেশপত্র সম্পর্কিত সকল ফি নিয়ে নেওয়া হয়েছে, তাই প্রবেশপত্রের সময় কোন ধরনের টাকা দিতে হবে না।
এমনকি প্রবেশপত্র যখন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সংগ্রহ করে তারা কোন ধরনের টাকা দেয় না,
তাই এখানে শিক্ষার্থীদেরকে কোন ধরনের টাকা দিতে হবে না। বিনামূল্যে তারা প্রবেশপত্র পেয়ে যাবে , তবে যদি স্কুলের কোন ধরনের বকেয়া থাকে
সে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ দাবি করতে পারে। তবে কোন টাকার কারণে শিক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখার নিয়ম নেই।
Leave a Reply