চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২৪ আগামী ১৫ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু করছে বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে সারাদেশে একযোগে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষা শুরু হবে সকাল দশটায় এবং পরীক্ষা হিসেবে দুপুর ১ টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা
কেন্দ্র শিক্ষার্থীদের প্রবেশ করতে হবে। আরো গুরুত্বপূর্ণ ১৪ টি নির্দেশনা প্রদান করা হয়েছে শিক্ষার্থীদের জন্য।
এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে তথ্য
- এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ নির্দেশনা
- ৩ টি সুখবর – এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে
- এসএসসি নতুন রুটিন ২০২৪ – সকল শিক্ষা বোর্ড
আজকে আমরা শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানাচ্ছি, যে বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে।
চলতি বছরে এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে প্রশ্নপত্র ছাপানো এবং পরীক্ষা কেন্দ্রের কাছে সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রতিটি পরীক্ষায় কেন্দ্র তাদের নির্ধারিত শিক্ষার্থী অনুযায়ী প্রশ্নপত্র পেয়ে যাবে, ইতিমধ্যে পরীক্ষা বিভিন্ন সরঞ্জামতি পাঠানো হচ্ছে।
আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষা বোর্ডের কাছে পরীক্ষার এডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। যেখানে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে সরবরাহ করবেন,
এর পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এডমিট কার্ড সংগ্রহ করবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে আমরা পরীক্ষায় আয়োজন
করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করছি, কোনভাবেই পরীক্ষার পিছিয়ে নেওয়া অথবা পরীক্ষা স্থগিত রাখা সিদ্ধান্ত স্বাভাবিকভাবে আমরা নিব না।
সকল প্রস্তুতি আমাদের সঠিকভাবে গ্রহণ করা হচ্ছে, আগামী ১৫ই ফেব্রুয়ারি তাদের পরীক্ষা শুরু হবে এবং সেভাবে যেন সকল প্রস্তুতি গ্রহণ করা হয়।
পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হবে নাকি সহজ হবে এমন প্রশ্নের জবাবের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় পরীক্ষার প্রশ্ন অবশ্যই সহজ হবে,
যারা পড়াশোনা করে যাবে তারা খুব সহজে উত্তর দিতে পারবে। অবশ্য যারা পড়াশোনা করে যাবে না তাদের জন্য একটু কঠিন হবে।
তবে আমরা স্বাভাবিকভাবে সম্পূর্ণ বই এর উপর প্রশ্নপত্র তৈরি করছি, যার কারণে একটু ঝামেলা হতে পারে শিক্ষার্থীদের জন্য।
কারণ দেখা গেছে বিগত বছরগুলোতে সংক্ষিপ্ত সিলেবাসের উপর প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল, যার কারণে শিক্ষার্থীদেরকে
অনেক সুযোগ-সুবিধা প্রদান করা হয়। কিন্তু চলতি বছরে ক্ষেত্রে সেরকমই কোন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না।
সম্পূর্ণ বইয়ের উপর পরীক্ষা হচ্ছে, যার কারণে তাদের পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন হতে পারে বলে আমরা ধারণা করছি।
তারপরও আমরা পরীক্ষা শুরু হলো বিষয়গুলো বুঝতে পারব, তবে এই মুহূর্তে আমাদের পরিকল্পনা রয়েছে সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় আয়োজন করার।
Leave a Reply