গত ১৫ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চলতি বছর এসএসসি ২০২৪ পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে শিক্ষা বোর্ড গুলোক শিক্ষকদের মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়ন করাচ্ছেন।
শিক্ষক কিভাবে মূল্যায়ন করা হচ্ছে জানতে চাওয়া হয়েছিল কয়েকজন দায়িত্ব থাকা শিক্ষকের কাছে। যারা চলতি বছর এসএসসি পরীক্ষার খাতা দেখছেন।
তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এবং দারুণ সুখবর শিক্ষার্থীদের জন্য জানাতে বলেছেন। যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব।
এসএসসি ২০২৪ নিয়ে আরও পড়ুনঃ
- Marksheet with SSC Result 2024 – All Education Board
- GPA 5 পেতে কয়টি বিষয় A+ পেতে হবে | SSC Exam
- ২ টি সুসংবাদ এসএসসি ২০২৪ খাতা দেখা নিয়ে
- SSC GPA System 2024 | A+ A A- B C D
প্রথমদিকে যে পরীক্ষা গুলো হয়েছিল বিশেষ করে বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র সহ
কয়েকটি বিষয়ে খাতা দেখে কার্যক্রম ইতিমধ্যে প্রায় শেষের দিকে। এক্ষেত্রে শিক্ষকরা বলছে খুব সুন্দর ভাবে খাতাগুলো
আমরা দেখেছি বিশেষ করে বাংলা খাতা দেখা প্রায় শেষের দিকে। তাই বাংলার নম্বরগুলো আমরা খুব সুন্দর ভাবে দিয়েছি,
কয়েকজন শিক্ষার্থী ফেল করেছে। বিশেষ করে বাংলা প্রথম পত্র সৃজনশীল অংশের ফেলের সংখ্যা তুলনামূলক একটু বেশি।
কিন্তু দ্বিতীয় পত্র সবাই অনেক ভালো ফলাফল করেছেন। বাংলায় আমরা শুধুমাত্র সৃজনশীল এবং নির্মিত অংশে খাতা পেয়েছি,
তাই আমরা সেগুলো মূল্যায়ন করে শিক্ষার্থীদের নাম্বার প্রদান করছি। এক্ষেত্রে এসএসসি ২০২৪ শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করেছে বলে আমরা আশা ব্যক্ত করছি,
আমরা দেখেছি দু-এক নম্বরের কারণে অনেক শিক্ষার্থী ফেল করতে পারেন। আমরা চেষ্টা করছি তা দেখে
সে নম্বরটি বাড়িয়ে দেওয়ার, মূলত শিক্ষার্থী খাতার মধ্যে লিখলে আমরা নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।
কিন্তু যদি পরীক্ষার খাতায় লেখার পরিমাণ খুবই কম থাকে, তাহলে সেখানে নম্বর বাড়িয়ে দাও অনেকটা কষ্টকর হয় আমাদের জন্য।
তারপর আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা, যাতে করে তারা একটি ভালো ফলাফল করতে পারেন।
স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করছি একটা সৃজনশীল ৯ বা ৮ নম্বর দিয়ে দেওয়ার, যদি শিক্ষার্থী খুবই খারাপ লিখে তাহলেও তারা চার পাঁচ নম্বর পেয়ে যাচ্ছে।
মূলত প্রথম দিকের সৃজনশীল গুলোতে শিক্ষার্থীরা গড়ে ৮ থেকে ৯ নম্বর পাচ্ছে তবে শেষের দিকে সৃজনশীল উত্তরে শিক্ষার্থীরা ৬ থেকে ৭ নম্বর পাচ্ছে।
বাংলা দ্বিতীয় পত্র যে সকল শিক্ষক খাতা দেখছে তারা জানিয়েছে বাংলাদেশ দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও শিক্ষার্থীরা অনেক ভালো লিখেছেন।
অনেক ভালো নম্বর পেয়েছে। ৭০ এর মধ্যে অনেক শিক্ষার্থীর ৬০ উপরে নম্বর পেয়েছে। এক্ষেত্রে তারা চেষ্টা করছে দুই এক নম্বরের
কারণে যারা ফেল করছে তাদেরকে পাস করে দেওয়ার, বাংলা দ্বিতীয় পত্রের ফেলের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম।
ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের খাতা দেখা ইতিমধ্যে চলমান রয়েছে। শিক্ষকরা খাতাগুলো খুব সুন্দর ভাবে দেখছে।
ইংরেজি একটু ব্যতিক্রমী একটি সাবজেক্ট, কারণ এখানে সম্পূর্ণ 100 নম্বরের খাতা শিক্ষকদের কাছে চলে যাবে এবং শিক্ষক সেগুলো মূল্যায়ন করে বোর্ডের কাছে পাঠাবে।
যদি শিক্ষার্থী ২০০ নম্বরের মধ্যে ৬৬ নাম্বার পায় তাহলে পাস করবে। তবে এখানে শিক্ষক ১০০ নম্বরে 33 নম্বর পাশ হিসাব করেন শিক্ষকরা বলছে।
ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের রিডিং পাট এবং গ্রামার পার্ট শিক্ষার্থীর অনেক ভালো করে লিখেছেন। আমরা চেষ্টা করছি দেখে সেই জায়গায় নাম্বারগুলো দেওয়ার,
তারপরও বাকি বিষয়গুলো শিক্ষার্থীদের উপর নির্ভর করছে তারা যেভাবে খাতা লিখেছে আমরা সেভাবেই ঘরের নম্বর দিব।
Leave a Reply