College Transfer – TC Appy Process

College Transfer : কলেজ ট্রান্সফার করতে চায় অনেক শিক্ষার্থী অর্থাৎ একটি কলেজ থেকে অন্য একটি কলেজে যেতে চায়। সে ক্ষেত্রে তোমাদের কি কি করতে হবে তা নিয়ে আমরা কথা বলব।

কলেজ ট্রান্সফার করা খুব বেশি কঠিন না তবে নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম সম্পাদন করলে বিষয়টি সহজ আর নয়তো ঝামেলায় পড়তে পারো।

College Transfer দুই প্রকার হয়ে থাকে যা হলোঃ

  • অনলাইন ট্রান্সফার – একই বোর্ডের অধীনে প্রতিষ্ঠান পরিবর্তন
  • অফলাইন ট্রান্সফার – একটি বোর্ড থেকে অন্য একটি বোর্ডে প্রতিষ্ঠান পরিবর্তন

Etc – অনলাইন ট্রান্সফার নিয়মঃ

প্রতিটি শিক্ষা বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটে অনলাইন ট্রান্সফার অথবা Etc নেওয়ার একটি অপশন খুঁজে পাবে।

সেখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তুমি যে কলেজে বর্তমানে পড়াশুনা করছ সে কলেজ সিলেক্ট করে এবং যে কলেজে যেতে চাও সেই College Transfer করে আবেদন করতে পারবে।

আরও পড়ুনঃ সরকারি আর্থিক অনুদান আবেদন শেষ দিকে – আবেদন করুন

আবেদন ফ্রী ব্যাংকের জমা দিয়ে আবেদন কার্যক্রম পরবর্তীতে ধাপে যাবে। বর্তমান কলেজ যদি তোমাকে অনুমতি প্রদান করা এবং যে কলেজে তুমি যেতে চাও তারা যদি অনুমতি নেয় তোমাকে তাদের কলেজে নেওয়ার জন্য।

তবেই তোমার কার্যক্রম সম্পন্ন হবে এবং বোর্ড থেকে পরবর্তীতে অনুমতি দরকার হবে এবং সে অনুমতি দিয়ে তোমাকে আবেদনকার্যক্রম সম্পন্ন করতে বলবে।

অনলাইন ট্রান্সফারের সকল ধাপ

অনলাইন ট্রান্সফারের ধাপগুলো আমরা নিচে উপস্থাপন করছি এই ধাপগুলো একজন শিক্ষার্থীকে টিসি নেওয়ার ক্ষেত্রে সম্পন্ন করতে হবে।

  • অনলাইন আবেদন করা
  • বর্তমান কলেজ অনুমতি দেওয়া
  • ভবিষ্যৎ কলেজ অনুমতি দেওয়া
  • টাকা জমা দেওয়া – কলেজ অনুমতি দিলে টাকা পরিশোধ করবে
  • বোর্ডের অনুমতি দেওয়া
  • কলেজ পরিবর্তনের অনুমতি পাওয়া
  • ট্রান্সফার কলেজে গিয়ে ভর্তি হওয়া

BTC- বোর্ড ট্রান্সফারের নিয়ম:

একটি বোর্ড থেকে অন্য একটি বোর্ডে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে সরাসরি বোর্ড ট্রান্সফার নিতে হবে।

এক্ষেত্রে তোমাদেরকে অনলাইন আবেদন সুযোগ নেই। তুমি যে কলেজে যেতে চাও এবং বর্তমানে যে কলেজে পড়ছো

সেই কলেজের অধ্যক্ষের নিকট থেকে সরাসরি আবেদন ফরমের স্বাক্ষর তারিখ এবং সিল সংগ্রহ করে বোর্ডের কাছে জমা দিতে হবে।

আবেদন ফরমের পাশাপাশি আবেদন ফ্রি জমা দিতে হবে। তবেই তোমাদের বোর্ড ট্রান্সফারের কার্যক্রম সম্পন্ন হবে।

এছাড়া আরো বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে ট্রান্সফারের ক্ষেত্রে। আমরা নিচে একে একে সকল বিষয়গুলো উপস্থাপন করছি।

বোর্ড ট্রান্সফারের সকল ধাপ

বোর্ড ট্রান্সফারের ধাপগুলো একটু অন্যরকম হয়ে থাকে। তবে কোন কিছু কঠিন নয় যদি তুমি সঠিকভাবে করো তাহলে তুমি অবশ্যই College Transfer নিতে পারবা।

  • আবেদন ফরম ডাউনলোড করা সংগ্রহ করা
  • আবেদন ফরম নিজে পূরণ করা
  • ভবিষ্যৎ কলেজের অধ্যক্ষের নিকট থেকে স্বাক্ষর নিয়ে আসা
  • বর্তমান কলেজের অধ্যক্ষের নিকট থেকে সাক্ষ্য নিয়ে আসা
  • বোর্ডের জমা দেওয়া
  • টাকা পরিশোধ করা
  • বোর্ডের অনুমতি প্রদান – নোটিশ প্রকাশিত
  • কলেজে গিয়ে ভর্তি হওয়া

সাবজেক্ট মিল রাখাঃ

তোমার যদি সাবজেক্ট না হয় তাহলে কিন্তু তুমি টিসি নিতে পারবা না। বর্তমানে যে কলেজে পড়ছো এবং যে কলেজে তুমি যেতে চাও এই দুই কলেজের মধ্যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তা মিলতে হবে।

যদি না মেলে তাহলে তুমি কলেজ পরিবর্তন করতে পারবে না। তবে আগে দরকার হবে বিষয় পরিবর্তন করা এবং বিষয় পরিবর্তন হয়ে গেলে তখন তুমি আবার নতুন করে আবেদন করতে।

বর্তমান কলেজ অনুমতি প্রদানঃ

অনেক সময় বর্তমান কলেজ তোমাকে অনুমতি নাও দিতে পারে কলেজ পরিবর্তন করার। যদি কলেজ অনুমতি না দেয় তাহলে তুমি কোনভাবেই কলেজ পরিবর্তন করতে পারবে না।

তাই তোমাদের উচিত হবে কলেজকে কনভেন্স করা ও সম্পর্কে বজায় রাখা এবং তারা যেন কোনভাবে তোমাকে সমস্যা না করে কলেজ পরিবর্তন করার ক্ষেত্রে।

ভবিষ্যৎ কলেজের অনুমতি প্রদানঃ

তুমি যে কলেজে যেতে চাও তারা যে তোমাকে নিবেই এমন কোন কথা নেই। তারা তোমাকে নাও নিতে পারে অর্থাৎ অনুমতি নাও দিতে পারে সে ক্ষেত্রে তুমি আবার অন্যকে আবেদন করে দেখতে পারো।

তবে যদি কোন কলেজে অনুমতি না দেয় তাহলে তুমি বর্তমানে যেখানে পড়ছো সেখানেই অধ্যায়নরত অবস্থায় থাকবে।

যতক্ষণ না পর্যন্ত বোর্ড অনুমতি দিবে ততক্ষণ পর্যন্ত তুমি বর্তমান কলেজে অবস্থান করবে। কারন অনেক সময় দুইটি কলেজ অনুমতি দেওয়ার পরেও বোর্ড অনুমতি দেয় না। তখন অবশ্যই বর্তমান কলেজে থাকবে।

কত টাকা লাগবে কলেজ ট্রান্সফার নিতে ?

টাকার পরিমাণ সুনির্দিষ্ট নয়। বিভিন্ন বোর্ড বিভিন্ন পরিমাণে ফি নিয়ে থাকে। তবে ঢাকা বোর্ড স্বাভাবিকভাবে কলেজ ট্রান্সফারের জন্য ৭০০ টাকা নিয়ে থাকে।

অন্যান্য বোর্ড গুলো ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে নিয়ে থাকে। তবে এটা শুধুমাত্র কলেজে পরিবর্তন ফি।

কিন্তু নতুন করে কলেজে ভর্তি হতে আবার ভর্তি ফি দিতে হবে। এক্ষেত্রে তুমি ভবিষ্যতে যে কলেজে যেতে চাও সেই কলেজে ভর্তি ফি কত হবে, সে বিষয়টির উপর নির্ভর করে।

আসন সংখ্যা ফাঁকা থাকাঃ

বর্তমানে তুমি যে কলেজে পড়ছ সে কলেজে থেকে তুমি খুব সহজেই অনুমতি নিয়ে আবেদন করতে পারো কলেজ পরিবর্তনের জন্য।

কিন্তু যে কলেজে তুমি যেতে চাও সেখানে যদি আসন সংখ্যা ফাঁকা না থাকে তাহলে কিন্তু তারা তোমাকে নিবে না।

তাই আসন সংখ্যা ফাঁকা আছে কিনা এ বিষয়গুলো তোমরা অনলাইন থেকে দেখে নিবা অথবা ওই কলেজে যোগাযোগ করে জেনে নিবা।

কি কি ডকুমেন্ট লাগবেঃ

কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য তেমন খুব জরুরী কোন ডকুমেন্ট লাগবে না। তবে কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। তা আমরা নিচে তুলে ধরছিঃ

  • এসএসসি রেজিস্ট্রেশন কার্ড
  • এসএসসি এডমিট কার্ড
  • এসএসসি মার্ক শিট
  • কলেজ ট্রান্সফার আবেদন ফরম
  • টাকা জমা দেওয়ার রশিদ
  • বাসা পরিবর্তন অথবা ট্রান্সফার সম্পর্কিত বিষয়ের জন্য তার প্রমাণপত্র
  • ভর্তি হওয়ার সকল ডকুমেন্ট

আবেদন করার ভিডিও

Leave a Reply