JU Admisison Result 2025 – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে তবে তালিকা শিক্ষার্থীর এখান থেকে দেখতে পারবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে বেশ কয়েকটি ইউনিটের ভর্তি পরীক্ষার শেষ হয়েছে এবং সামনে কয়েকটি ইউনিটে ভর্তি পরীক্ষা থাকবে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা চলমান থাকবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। বর্তমান বছর তার কোন বিকল্প হচ্ছে না শিক্ষার্থীরা আলাদা আলাদা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে।
রেজাল্ট প্রকাশ করার কিছু আলাদা আলাদা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ ছেলেদের আলাদা তালিকা মেয়েদের আলাদা তালিকা প্রকাশ করা হবে যেখানে জানা যাবে কোন শিক্ষার্থী ভর্তি সুযোগ পাচ্ছে।

কখন JU Admisison Result 2025 প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ করার কথা বললে।
কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়ে গেলে অথবা একসাথে একাধিক ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চাইলে কিছুটা দেরি হতে পারে।
তাই শিক্ষার্থীকে ধৈর্য ধারণ করতে হবে এবং ফলাফল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। ফলাফল কোনো ভাবে ওয়েবসাইটে সরাসরি প্রকাশ করা হয় না, প্রতিটি ইউনিটের ফলাফল তালিকা আকারে প্রকাশ করা হয়ে থাকে।
যেখান থেকে শিক্ষার্থীরা জানতে পারে তাদের ভর্তি সুযোগ হয়েছে কিনা। শিক্ষার্থী রোল নাম্বার এবং তার সামনে মেরিট পজিশন অথবা ওয়েটিং লিস্টের নাম্বার উল্লেখ করা থাকে।
ওয়েবসাইট থেকে ফলাফল দেখার নিয়ম
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঠিক ওয়েবসাইটে যান
- ওয়েবসাইট লিংক নিচে তুলে ধরা হলো
- শিক্ষার্থী লগইন অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
- ফলাফল ডাউনলোডের জন্য নির্বাচন বিভাগে সিলেক্ট করুন
- আপনি যে ইউনিটের ফলাফল ডাউনলোড করতে চান তা নির্বাচন করুন
- পিডিএফ ফরমেটে মেধা তালিকা এবং অপেক্ষামান তালিকা ডাউনলোড করতে পারেন
- ফলাফল স্পষ্টতার জন্য ছাত্রদের আলাদা তালিকায় এবং ছাত্রীদের আলাদা তালিকা থাকবে
ওয়েবসাইট লিংক – https://ju-admission.org/
সকল ইউনিটের তালিকা দেখুন – JU Admisison Result 2025 ( All Unit )
আপনি কোন ইউনিটের ফলাফল দেখতে চান তার সামনে অপশনে ক্লিক করে ফলাফল list ডাউনলোড করুন।
এখনো অনেক ইউনিটের ফলাফল প্রকাশ হয়নি যখন ফলাফল প্রকাশ করবে তখন এখানে আপডেট করে দেওয়া হবে।
ইউনিট নাম | ছেলেদের তালিকা | মেয়েদের তালিকা |
A Unit | Sift 1 Sift 2 Sift 3 Sift 4 Sift 5 | Sift 3 Sift 4 Sift 5 |
B Unit | sift 4 | sift 2 sift 3 |
C Unit | Male Merit all Sift | Female Merit all sift |
C1 Unit | Male Merit | Female Merit |
D Unit | Sift 1 Sift 2 Sift 3 Sift 4 | Sift 1 Sift 2 Sift 3 Sift 4 Sift 5 |
E Unit | Sift 1 Business Sift 1 Non Business | Sift 1 Business Sift 1 Non Business |
IBA Unit | Male Merit | Female Merit |

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.