যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তব আয়োদিন ৪৮ জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবকদেরকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
তার সাথে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকৃত যুবকদেরকে প্রতিদিন ২০০ টাকা করে ভাতা প্রদান করা হবে সর্বমোট ৭৫ দিনের এই কার্যক্রম পরিচালনা করা হবে।
যেখানে শিক্ষার্থীরা আবেদন করার পরিপ্রেক্ষিতে কয়েকটি ধাপে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হবে এবং তবে এখানে আবেদন করার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আর সুযোগ পাবে।
আরও পড়ুনঃ মার্চ মাসে ৪ টি উপবৃত্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা
যুব উন্নয়ন অধিদপ্তর ০৪ মার্চ ২০২৫ তারিখে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয়েছে দেশের ৪৮ জেলায় শিক্ষার্থীরা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
মূলত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করায় তাদের মূল লক্ষ্য। ১ এপ্রিল ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই ফ্রিল্যান্সিং কোর্সে কার্যক্রম শুরু করা হচ্ছে।
সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – | জয়েন লিংক |
যে সকল জেলা আবেদন করতে পারবেঃ
- ঢাকা বিভাগ – নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর
- ময়মনসিংহ বিভাগ – ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা
- চট্টগ্রাম বিভাগ – চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া
- রাজশাহী বিভাগ – চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ
- খুলনা বিভাগ – খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া
- রংপুর বিভাগ – রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী দিনাজপুর পঞ্চগড়
- বরিশাল বিভাগ – বরিশাল ঝালকাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা
- সিলেট বিভাগ – হবিগঞ্জ মৌলভীবাজার
অনলাইনে আবেদন করার সময়সীমাঃ
অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী 20 মার্চ 2025 তারিখ রাত বারোটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
কোন ক্রমে নির্ধারিত সময়ের পরে আবেদন করা যাবে না এবং আবেদন লিংক বন্ধ করে দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেঃ
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 18 থেকে 35 বছর শিক্ষার্থীর এখানে আবেদন করার সুযোগ পাবে ।
এছাড়াও এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবে। একই সাথে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে।
গুরুত্বপূর্ণ তারিখঃ
- অনলাইন আবেদন শেষ – ২০ মার্চ ২০২৫
- লিখিত পরীক্ষা – ২৩ মার্চ ২০২৫
- মৌখিক পরীক্ষা – ২৫ মার্চ ২০২৫
- চূড়ান্ত প্রার্থীদের রেজাল্ট – ২৭ মার্চ ২০২৫
- অনলাইন আবেদন করার লিংক – https://e-laeltd.com/48-student-reg-jubo


My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.