GAS Admission Result – স্কুল ভর্তির লটারি প্রকাশ করা হবে অনলাইনের মাধ্যমে। ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা ফলাফল দেখে নিতে পারবে এবং জানতে পারবে কোন স্কুলে ভর্তি সুযোগ পেয়েছে।
আজকে আমরা জানাবো কিভাবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল দেখা যাবে। সরাসরি ওয়েব সাইটে লিংক
আমরা তুলে ধরছি যাতে করে খুব সহজে শিক্ষার্থী অভিভাবক ফলাফল দেখে নিতে পারে। প্রায় দশ লাখ শিক্ষার্থী স্কুল ভর্তির
জন্য আবেদন করেছে, আশা করি সকল শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ভালো একটি স্কুলের শিক্ষার্থী করার সুযোগ পাবে।
সরকারি বেসরকারি স্কুল ভর্তি লটারি ২০২৫ দেখার নিয়ম ও ওয়েবসাইট
মাধ্যমিক পর্যায়ের সরকারি বেসরকারি স্কুলে শিক্ষার্থীর আবেদন করেছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে।
যেখানে ৫ টি স্কুল আবেদন করতে পেরেছে। তা ছাড়া আরও বেশ কিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়েছে।
এখন সে আবেদন কার্যক্রমের ডিজিটাল লটারি মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ সরাসরি লটারি মাধ্যমে জানা যাবে শিক্ষার্থী কোন স্কুলে
ভর্তি সুযোগ পাচ্ছে, অনেক সময় আবার শিক্ষার্থী স্কুলে ভর্তি সুযোগ না পেয়ে থাকে সে ক্ষেত্রে তাদের আগামী বছর চেষ্টা করতে হবে।
ডিজিটাল লটারি কার্যক্রম সকল দশটায় শুরু হল সাথে সাথে অভিভাবক এবং শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে না।
তাদেরকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে এবং যখন ফলাফল প্রকাশ করা হবে তখনই ফলাফল দেখতে হবে।
ফলাফল দেখার সঠিক সময় আমরা জানিয়ে দিচ্ছি যেখান থেকে শিক্ষার্থীর এবং অভিভাবকের ফলাফল দেখতে পারবে।
GAS Admission Result 2025 – School Admission Lottey Result 2025
নিচে নিয়ে অনুসরণ করে দ্রুত এবং সবার আগে ফলাফল দেখা যাবে, তবে নিচের এই একটি নিয়ম শুধুমাত্র ফলাফল দেখার জন্য রেখেছে।
অন্য নিয়ম নেই শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে। তাই এখান থেকে বারবার চেষ্টা করুন।
যদি কোন কারণে ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে ধৈর্যধারণ করে আবার চেষ্টা করুন।
- সবার আগে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট লিংক নিচে তুলে ধরা হলো।
- সেখানে প্রবেশ করে সরকারি বেসরকারি স্কুলে ফলাফল অপশনে ক্লিক করতে হবে
- ইউজার আইডি বসানোর অপশনে আবেদনের সময় পাওয়া ইউজার আইডি বসাতে হবে
- সাবমিট বাটনে ক্লিক করলেই শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
সরকারি বিদ্যালয় রেজাল্ট দেখার লিংক
বেসরকারি বিদ্যালয় রেজাল্ট দেখার লিংক
যেখানে দেখা যাবে যদি কোন স্কুল পায় তাকে অভিনন্দন জানিয়ে স্কুলের নাম জানাবে আর যদি কোন স্কুল সুযোগ না পায় তাহলে সে দুঃখিত এবং কোন স্কুলের জন্য ভর্তির জন্য নির্বাচিত হয়নি বলে জানাবে।
- SSC 2025 Civics MCQ Solution All Board
- SSC 2025 Chemistry MCQ Solution All Board
- SSC 2025 Babsa Uddog MCQ Solution All Board
- ৬ষ্ঠ থেকে ১০ম ভর্তি সহায়তা আবেদন করার নিয়ম ও ওয়েবসাইট লিংক
- এসএসসি কোন বিষয় কত পেলে পাশ ? সৃজনশীল নৈব্যক্তিক ব্যবহারিক

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.