জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের Honours Result যদি শিক্ষার্থীরা দেখতে চায়, তাহলে আজকের পোস্ট তাদের জন্য।
খুব সহজে নিজের মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের Honours Result দেখতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত
একটি ওয়েবসাইটে সকল রেজাল্ট প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ওয়েবসাইট ব্যতীত অন্য কোন জায়গা থেকে ফলাফল দেখা যায় না,
আজকে আমরা দেখাবো কিভাবে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 1st 2nd 3rd 4th Year ফলাফল খুব সহজে দেখে নিতে পারবে।
অবশ্যই শিক্ষার্থীরা তার নিজের মোবাইল ফোন থেকে ফলাফল দেখতে পারবে, অন্য কোন জায়গায় চেষ্টা করতে হবে না।
ফলাফল দেখা নিয়ে সমস্যা
জাতীয় বিশ্ববিদ্যালয় যখন ফলাফল প্রকাশ করে তখন অনেক ভিজিটর একসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে প্রবেশ করার কারণে,
ওয়েবসাইট ডাউন হয়ে যায়। ওয়েবসাইটে প্রবেশ করা যায় না, এমনকি অনেক সময় দীর্ঘ সময় ধরে সার্ভার ডাউন থাকে।
এক্ষেত্রে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলল না। কারণ সমস্যাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে,
অনেক ভিজিটর একসাথে প্রবেশ করার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে।
কারণ ধৈর্যধারণ করলে একমাত্র ফলাফল দেখতে পারবে। এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোন জায়গা থেকে ফলাফল দেখার ব্যবস্থা নেই।
শুধুমাত্র এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফলাফল দেখা যাবে। তবে অনেক সময় এসএমএসে অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হয়।
অনার্স রেজাল্ট দেখার নিয়ম
রেজাল্ট দেখার জন্য নিচের নিয়ম গুলো অনুসরণ করতে হবে, তবে খুব সহজে দ্রুত Honours Result – 1st 2nd 3rd 4th Year দেখতে পারবে।
- প্রথম কাজ – Search লেখা অপশন গুলোর মধ্যে থেকে Honours লেখা অপশনটি ক্লিক করতে হবে
- দ্বিতীয় কাজ – Year ক্লিক করতে হবে
- তৃতীয় কাজ – Exam Roll নাম্বার লিখতে হবে
- পঞ্চম কাজ – Reg No নাম্বার লিখতে হবে
- ষষ্ঠ কাজ – Exam Year লিখতে হবে
- সপ্তম কাজ – একটি ক্যাপচার আসবে যেটি নিচের ঘরে লিখতে হবে
- অষ্টম কাজ – Search Result অপশনে ক্লিক করলে শিক্ষার্থীর রেজাল্ট চলে আসবে
Website Link
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম –
যদি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট কোনভাবে অনলাইনে দেখতে না পারে, তাহলে সে এসএমএস পাঠিয়ে
রেজাল্ট দেখতে পারবেন। এসএমএস এর রেজাল্ট দেখার নিয়ম আমরা তুলে ধরছি, এই নিয়মে শিক্ষার্থী এসএমএস পাঠাতে পারবে।
NU স্পেস H1 H2 H3 H4 স্পেস রোল নাম্বার পাঁঠিয়ে দিন 16222
উদাহরন –
- অনার্স ১ম বর্ষ – NU H1 12345677
- অনার্স ২য় বর্ষ – NU H2 12345677
- অনার্স ৩য় বর্ষ – NU H3 12345677
- অনার্স ৪থ বর্ষ – NU H4 12345677
Leave a Reply