উচ্চ মাধ্যমিক পর্যায়ের HSC 2024 ব্যবহারিক নম্বর কিভাবে প্রদান করা হবে তা নিয়া রয়েছে নানান হিসাব নিকাশ। এই অবস্থায় ব্যবহারিক পরীক্ষার নম্বর খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিটি সাবজেক্টে ব্যবহারিক প্রথম পত্র ২৫ নম্বর এবং দ্বিতীয় পত্রে 25 নম্বর হয়ে থাকে। যার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট উঠানামা করে।
আরও পড়ুনঃ How to Check HSC Result 2024 with Marksheet
এক্ষেত্রে কিভাবে ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কে নম্বর মূল্যায়ন করা হবে তা নিয়ে বর্তমানে দুশ্চিন্তা করছে শিক্ষার্থীরা।
HSC 2024 ব্যবহারিক বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে এবং কিভাবে মূল্যায়ন করছে তারা তা জানাচ্ছি শিক্ষার্থীদের।
যে সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় আয়োজন করা হয়ে থাকে তা হলঃ
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- উচ্চতর গণিত
- ভূগোল
- কৃষি শিক্ষা
- পরিসংখ্যান
- মনোবিজ্ঞান
- মৃত্তিকা বিজ্ঞান
তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক নম্বর
শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় ব্যবহারিক পরীক্ষা নম্বর সরাসরি পরীক্ষা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে অর্থাৎ এই বিষয়ে নম্বর পরীক্ষা কেন্দ্র
এবং কলেজ কর্তৃপক্ষ তৈরি করে বোর্ডের কাছে পাঠিয়েছে। তবে কোন ধরনের ব্যবহারিক পরীক্ষায় আয়োজন
করেনি পরীক্ষা কেন্দ্র এবং কলেজ। শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে কোন ধরনের কলেজে আনা যাবে না,
কলেজে না এনে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন করে নম্বর বোর্ডের কাছে পাঠাতে হবে।
ইতিমধ্যে নম্বর বোর্ডে গেছে পাঠিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং যার উপর ভিত্তি করে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে বিষয়টি সমাধান করা হয়েছে।
আরও পড়ুনঃ জেএসসি ও এসএসসি থেকে যেভাবে এইচএসসি রেজাল্ট ২০২৪
HSC 2024 অন্যান্য বিষয় ব্যবহারিক নম্বর
পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা পরিসংখ্যান মনোবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান বিষয়গুলো নম্বর কোন কিছুই শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে সংগ্রহ করেনি।
সেগুলো সরাসরি সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করার কথা বলেছেন। এক্ষেত্রে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ
করেছিল সেখানে যে নম্বর পেয়েছে, সে নম্বরগুলোর মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং যে সকল বিষয়ে SSC 2022 ছিলো না
সেগুলো গড় হিসাব করে একটি নম্বর সবাইকে প্রদান করা হবে এবং সেই নম্বর যুক্ত করে মূল HSC 2024 ফলাফল প্রস্তুত করা হবে।
এখানে ব্যবহারিক পরীক্ষার নম্বর সাবজেক্ট ম্যাপিং করা হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে গড় হিসাব করে নম্বর প্রদান করার কথা বলা হয়েছে। তবে এখানে JSC কোন নম্বর অন্তর্ভুক্ত থাকবে কিনা টা বলা হয়নি।
Leave a Reply