উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ২০২৫ আগামী বছর আয়োজন করা হবে। এক্ষেত্রে টেস্ট পরীক্ষা এবং তাদের প্রি টেস্ট পরীক্ষা কবে হবে তা নিয়ে রয়েছে শিক্ষার্থীদের নানান প্রশ্ন।
ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা কলেজ গুলোকে দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ সরকারি সহায়তা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ – আবেদন নিয়ম
এইচএসসি ২০২৫ প্রি টেস্ট পরীক্ষা কবে হবে ?
শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন প্রকার নির্দেশনা প্রদান করা হয়নি। টেস্ট পরীক্ষা নিয়ে
কিন্তু ইতিমধ্যে দেশের অন্যান্য কলেজগুলো পরীক্ষা আয়োজন করা নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর মাসের শেষের
দিকে অনেক কলেজে পরীক্ষা শুরু করছে, আবার অনেক কলেজে অক্টোবর মাসে পরীক্ষা শুরু করছে
অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা অক্টোবর মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন কলেজগুলো থেকে।
তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এবং আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড থেকে কোন প্রকাশ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
এইচএসসি ২০২৫ টেস্ট পরীক্ষা কবে ?
এইচএসসি ২০২৫ টেস্ট পরীক্ষা কবে হবে সে প্রশ্ন যেভাবে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা বলেন টেস্ট পরীক্ষা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হবে।
প্রি টেস্ট পরীক্ষাগুলো কলেজ গুলো নিজেদের মতো করে নিলেও টেস্ট পরীক্ষা নিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সময়ের মধ্যে
এবং ফলাফল প্রকাশ করা হবে অই সময়ের মধ্যে। তবে সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি মাসের দিকে তাদের টেস্ট পরীক্ষা আয়োজন করা হবে,
কোন কোন ক্ষেত্রে পরীক্ষা ডিসেম্বর মাসে হতে পারে। আবার জানুয়ারি মাসের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে মূল পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে টেস্ট পরীক্ষা আরো পিছে যেতে পারে।
এক্ষেত্রে যে জানুয়ারি মাসের শেষ দিকে পরীক্ষা শুরু হতে পারে, তবে এখনো সে ব্যাপারে কোন সুনির্দিষ্ট বক্তব্য শিক্ষা মন্ত্রণালয় জানায়নি।
এইচএসসি ২০২৫ পরীক্ষা কবে হবে ?
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল এইচএসসি পরীক্ষা আগামী ২০২৫ সালের এপ্রিল মাসে শুরু হবে।
কিন্তু এখনো সে ব্যাপার নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম বন্ধ ছিল।
তাদের সিলেবাস শেষ করতে পারেনি কলেজ। তাই পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়ার পরিকল্পনা দিতে রয়েছে।
খুব শীঘ্রই এইচএসসি পরীক্ষা সম্পর্কিত টেস্ট পরীক্ষা সম্পর্কিত নির্দেশনা প্রদান করা হবে। তখন এই বিষয়গুলো আরো ভালোভাবে জানা যাবে,
তারা কবে পরীক্ষা নিতে চাচ্ছে, যদি স্বাভাবিক সময়ে পরীক্ষা আয়োজন করা হয় তাহলে এপ্রিল মাসে শুরুতে পরিক্ষা অনুষ্ঠিত হবে।
Leave a Reply