Shovon Study

Education News Website

বৈঠকে বসছে শিক্ষা উপদেষ্টা – এইচএসসি ২০২৪ নিয়ে সিদ্ধান্ত আসবে ?

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন নতুন শপথ গ্রহণ করার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আজকে পরিকল্পনা মন্ত্রণালয় এক বৈঠকে তিনি বিষয়টি জানিয়েছেন। এইচএসসি ২০২৪ কি হবে ?

শিক্ষা মন্ত্রণালয় অনেকগুলো সমস্যা বর্তমানে রয়েছে, তিনি সেই সমস্যা নিয়ে কথা বলার জন্য বৈঠক ডেকেছেন।

যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত থাকবেন এবং এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা দিয়ে মহাসংকট তৈরি হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী দাবি করছে তারা পরীক্ষা দিতে রাজি নয়,

তাদের এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং করা হোক। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট

কোন কিছুই জানায়নি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপন কুমার সরকার বলেন আমরা যখন রুটিন প্রকাশ করি,

তখন প্রধান উপদেষ্টার কাছে বিকল্প মূল্যায়নের বিষয়টি বলে ছিলাম। তিনি তা না করে দিয়ে সরাসরি রুটিন প্রকাশ করে পরীক্ষা আয়োজন করার বিষয়ে জানিয়েছিল

এবং এর পরে রুটিন প্রকাশ করা হয়েছে। কিন্তু এখন শিক্ষার্থীরা দাবি করছে তারা এইচএসসি ২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেনা।

এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসছে যে মন্ত্রণালয় কর্তৃপক্ষ এই মুহূর্তে সরাসরি কোন সিদ্ধান্ত নিতে পারবে না।

প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা চাইলে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে এবং নতুন সিদ্ধান্ত নিতে পারবে।

এক্ষেত্রে প্রধান উপদেষ্টা আজকে শিক্ষা মন্ত্রণালয় প্রথম বৈঠক করছেন, সেখানে তিনি মন্ত্রণালয়ের অনেকগুলো বিষয় নজর দিবেন।

বিশেষ করে এইচ এস সি ২০২৪ পরীক্ষা নিয়ে সমস্যা নতুন কারিকুলাম নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয় সমস্যা।

হয়তো খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে বৈঠকের মাধ্যমে এইচএসসি ২০২৪ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিবেন, হয়তোবা পরীক্ষার বিষয়টি সামনে আসবে।

পরীক্ষা নিয়মমাফিক চলবে অথবা শিক্ষার্থীদের দাবি মেনে অটো পাশের সিদ্ধান্ত নিবেন অর্থাৎ সাবজেক্টেটিং এর মাধ্যমে মূল্যায়ন করার বিষয়টি তারা জানাবেন।

বিভিন্ন সময় শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে শিক্ষা বোর্ডের কাছে গেল শিক্ষা বোর্ড তাদেরকে ফিরিয়ে দিয়েছে।

তবে গতকালকে আমরা দেখেছি কয়েকটি শিক্ষা বোর্ড তাদের কাছ থেকে স্মারকলিপি জমা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে পাঠিয়েছে।

শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের পরীক্ষা দেয়ার মত পরিবেশ এই মুহূর্তে নেই, অনেক বন্ধু-বান্ধব অসুস্থ অনেক বন্ধুবান্ধব হসপিটালে ভর্তি।

এই অবস্থায় পরীক্ষা নিলে অনেকেই পরীক্ষা দিতে পারবে না। সে ক্ষেত্রে আমরা পরীক্ষা না নিয়ে সরাসরি এসএসসি পরীক্ষার

মাধ্যমে মূল্যায়ন করার বিষয়টি বলছি, আর বাকি বিষয়গুলো যেভাবে আমরা পরীক্ষা দিয়েছি তার মাধ্যমে মূল্যায়ন করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *