এইচএসসি ২০২৪ শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করতে হবে, কিন্তু কোন নিয়মে সাবজেক্ট ম্যাপিং করবে তা অনেক শিক্ষার্থী জানে না।
এখানে এইচএসসি পরীক্ষা ২০২৪ এর সাবজেক্ট ম্যাপিংয়ে নিয়ম জানিয়ে দিচ্ছি। মূলত শিক্ষার্থীদের দাবি ছিল
তাদের যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষা গুলো মূল্যায়ন করা হোক এবং যে সকল পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয় স্থগিত করেছে
সেই পরীক্ষাগুলো বাতিল করা হোক এবং সেগুলো মূল্যায়ন করা হোক এসএসসি রিজাল্টের উপর ভিত্তি করে।
আরও পড়ুনঃ
- HSC 2024 New Routine – 11 September Start
- এইচএসসি ২০২৪ অটোপাশের সিদ্ধান্ত কে নিবে ?
- এইচএসসি ২০২৪ নিয়ে যা বললেন সমন্বয়ক
অটো পাস কি ?
অনেক শিক্ষার্থী বর্তমানে অটো পাশে দাবি করছে, কিন্তু অটপাশের মূল বিষয় হচ্ছে শিক্ষার্থীরা কোন প্রকার পরীক্ষা না
দিয়ে সরাসরি পাবলিক পরীক্ষার উপর তাদের রেজাল্ট নির্ণয় করা হবে। এক্ষেত্রে তাদের বিগত পরীক্ষাগুলো
বাদ দেয়ার কথা অটো পাসের মাধ্যমে বোঝানো হয়। কিন্তু শিক্ষার্থীরা সরাসরি বলছে আমরা অটো চাচ্ছি না, যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি।
সে পরীক্ষাগুলো অবশ্যই মূল্যায়ন করা হোক, তবে যে পরীক্ষাগুলো হয়নি সেই বিষয়গুলো এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক।
সাবজেক্ট ম্যাপিং কি ?
সাবজেক্ট ম্যাপিং হচ্ছে বিগত পরীক্ষায় সাবজেক্ট ভিত্তিক নম্বর গুলো মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা।
মূলত এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা যে বিষয়গুলো দিয়েছে সেগুলোর মাধ্যমে তাদের একটি রেজাল্ট তৈরি হবে।
যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো অন্য কোন পাবলিক পরীক্ষা থেকে নিয়ে প্রকাশ করতে হবে।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুটি অপশন রয়েছে – একটি হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২২ সালে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল,
অন্যটি হচ্ছে কলেজ ভিত্তিক টেস্ট পরীক্ষার রেজাল্ট। যেকোনো একটি মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় চাইলে সাবজেক্ট
ম্যাপিং করতে পারে অর্থাৎ যে সাবজেক্টে পরীক্ষায় তারা নেয়নি, সে সাবজেক্টের নম্বর সেখান থেকে নিয়ে আসতে পারে।
সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে ?
একজন শিক্ষার্থী ইতিমধ্যে বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থ বিজ্ঞান, হিসাববিজ্ঞান,
যুক্তিবিদ্যা বিষয় পরীক্ষা দিয়েছে। আর বাকি রয়েছে তিনটি সাবজেক্ট অথবা চারটি সাবজেক্ট এর পরীক্ষা।
সাবজেক্ট ম্যাপিং বলতে বোঝানো হয়েছে যে পরীক্ষাগুলো ইতিমধ্যে শিক্ষার্থীরা এইচএসসি নিয়ম অনুযায়ী দিয়েছে
সেগুলো সেভাবেই মূল্যায়ন করতে হবে এবং রেজাল্ট তৈরি করতে হবে। আর বাকি যে সকল পরীক্ষা তারা দিতে পারেনি।
যেমন – বিজ্ঞান বিভাগের রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত। ব্যবসা বিভাগের – ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা,
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, মানবিক বিভাগের ভূগোল সমাজকর্ম সমাজবিজ্ঞান
অর্থনীতি ইতিহাস কৃষি শিক্ষা ইত্যাদি সাবজেক্ট বাকি আছে। এই সকল বিষয় নম্বর এসএসসি এর মাধ্যমে নিয়ে আসতে হবে।
সরাসরি মূল ফলাফল তৈরি করতে হবে এবং তা প্রকাশ করতে হবে এভাবে মূলত সাবজেক্ট ম্যাপিং এর নম্বর রেজাল্ট প্রকাশ করা হয়।
তবে এসএসসির ক্ষেত্রে মানবিক বিভাগের কয়েকটি সাবজেক্ট নেই, সে ক্ষেত্রে যে সাবজেক্ট আছে তার ভিত্তিতে মূল্যায়ন করার দাবি করছে শিক্ষার্থীরা।
এখন দেখার বিষয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কি তথ্য জানায় এবং তারা কি সিদ্ধান্ত নেয়, যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী দাবি করছে
তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে না ।সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত সে ব্যাপারে পূর্ণ বিবেচনা করা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।
বৈঠকে বসছে শিক্ষা উপদেষ্টা - এইচএসসি ২০২৪ নিয়ে সিদ্ধান্ত আসবে ?
[…] কিভাবে সাবজেক্ট ম্যাপিং করবে এইচএসসি… […]