এইচএসসি পাস নম্বর : কোন বিষয় কত নম্বরে পাস ?

উচ্চ-মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয় শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত নিয়ম অনুযায়ী। এক্ষেত্রে এইচএসসি পাস নম্বর কোন বিষয় কত নম্বরে পাস ? তা আজকে আমরা তুলে ধরব।

এতে করে শিক্ষার্থীরা তাদের পাশ করার বিষয়টি জানতে পারবে। কারন অনেক শিক্ষার্থী কত নম্বরে পাস জানে না।

যার কারণে তাদের পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে এবং পরীক্ষা পরবর্তী সময়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ Test Exam ফেল করলে এইচএসসি দিতে দিবে ?

অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা পাস করা নিয়ে সমস্যার মধ্যে থাকে। কেননা তারা পরীক্ষা খারাপ করে এবং তাদের

উচিত হবে পরীক্ষার আগে এই বিষয়গুলো জেনে নেওয়া। মূলত এখানে সৃজনশীল ব্যবহারিক এবং নৈব্যক্তিক

অংশে সম্পূর্ণ আলাদা আলাদা অংশে পাস করতে হবে। আমরা এখানে পৃথকভাবে সকল বিষয়গুলো উপস্থাপন করছি।

  • বাংলা প্রথম পত্র
  • বাংলা দ্বিতীয় পত্র
  • ইংরেজি প্রথম পত্র
  • ইংরেজি দ্বিতীয় পত্র
  • তথ্য যোগাযোগ প্রযুক্তি
  • গ্রুপ সাবজেক্ট ৬টি
  • চতুর্থ বিষয়ে ২টি
  • সর্বমোট ১৩ টি সাবজেক্ট
  • তবে রেজাল্ট প্রকাশ করা হবে মাত্র ৭টি বিষয়ের উপরে

বাংলা পাশ নম্বর

বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণ ভিন্ন নিয়মে। এখানে পাস করতে হবে বাংলা প্রথম পত্রে সৃজনশীল 70

এর মধ্যে শিক্ষার্থীকে ২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য এবং বহুনির্বাচনের 30 নম্বরের মধ্যে ১০ নম্বর পেতে পাস

করার জন্য। অন্যদিকে বাংলা দ্বিতীয় পত্র সম্পন্ন ১০০ নম্বরের মধ্যে ৩৩ নম্বর পেলেই শিক্ষার্থী পাস করবে।

ইংরেজি পাশ নম্বর

এইচএসসি পাস নম্বর : ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সম্পন্ন ভিন্ন নিয়মে পাশ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সরাসরি ১০০ নম্বরে করে ২০০ নম্বরে পরীক্ষা হবে,

এখানে শিক্ষার্থী যদি ২০০ নম্বরের মধ্যে সর্বমোট ৬৬ নম্বর পায় তাহলে শিক্ষার্থীকে ইংরেজি পাশ দেখানো হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন প্রকার প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই। তাই শুধুমাত্র এখানে তথ্য ও যোগাযোগ

প্রযুক্তিতে 75 নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে এবং 25 নম্বরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থী যদি সৃজনশীলে ৫০ নম্বর এর মধ্যে ১৬ নম্বর পায়, বহুনির্বাচনের 25

নম্বরের মধ্যে ৮ নম্বর পাশ এবং ব্যবহারিক যদি ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পায়ে এভাবে শিক্ষার্থী পাস করবে।

ব্যবহারিক বিষয় পাশ নম্বর

যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেসবের বিশেষ পাস নম্বর সম্পন্ন আলাদা। নিচে আমরা ব্যবহারিক বিষয়গুলোর নাম তুলে ধরছি।

  • পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • কৃষি শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • পরিসংখ্যান প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র

প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিত হয়ে ১০০ নম্বর সৃজনশীল পরীক্ষা হবে সম্পূর্ণ ১০০ নম্বরে যদি শিক্ষার্থী ৩৩ নম্বর পায়

তাহলে সৃজনশীল শিক্ষার্থী পাস করবে। একইভাবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিত হয়ে ৫০ নম্বরে বহুনির্বাচনী পরীক্ষা হবে।

সেখানে দুই পত্র মিলিয়ে যদি শিক্ষার্থী ১৬ নম্বর পায়, তাহলে শিক্ষার্থী পাস করবে। একইভাবে ব্যবহারিক প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র

মিলিয়ে ৫০ নম্বরে ব্যবহারিক পরীক্ষা হবে যেখানে যদি শিক্ষার্থী মিলিয়ে 16 নম্বর পায় তাহলে শিক্ষার্থী পাস করবে।

ব্যবহারিক নেই সেখানে পাস নম্বর

ব্যবহারিক নেই এমন অনেকগুলো বিষয় রয়েছে সেখানে পাস নম্বর সম্পন্ন আলাদা। সেখানে ২ টি অংশ আলাদা পাস করতে হবে।

  • ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • ফিন্যান্স ব্যাংকিং ও প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • সমাজ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • ইসলাম শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় পত্র
  • মনোবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র

এখানে সৃজনশীল পরীক্ষায় আয়োজন করা হবে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে সর্বমোট ১৪০ নম্বরে এই ১৪০ নম্বরের মধ্যে

যদি শিক্ষার্থী ৪৬ নম্বর পায়, তাহলে শিক্ষার্থী পাশ করবে একইভাবে বহুনির্বাচনী পরীক্ষায় আয়োজন করা হবে প্রথমপত্র দ্বিতীয় পত্র

মিলিয়ে ৬০ নম্বরে। এই ৬০ নম্বরের মধ্যে যদি শিক্ষার্থী ২০ নম্বর পায় তাহলে শিক্ষার্থী বহুনির্বাচনের অংশে পাস করবে।

Shovon Study সকল আপডেট পেতে Whatsapp Channel ফলো করুন

উপসংহার:

তোমরা যারা পরীক্ষার্থী রয়েছ তোমাদের সকলের উচিত হবে এইচএসসি পাস নম্বর বিষয়টি মাথায় রেখে পড়াশোনা করো এবং পরীক্ষার সময় প্রস্তুতি নেওয়া।

কেননা অনেকেই পরীক্ষা ফেল করে এই বিষয়গুলো না জেনে নিজের সর্বোচ্চটুকু পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসো ইনশাল্লাহ ভালো কিছু হবে।

Leave a Reply