জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে Degree 3rd Year Result দেখার নিয়ম আমরা তুলে ধরছি এবং ওয়েবসাইট লিংক তুলে ধরছি।
যেখানে ক্লিক করে শিক্ষার্থী নিজে খুব সহজে দ্রুততার সহিত ফলাফল দেখতে পারবে। এখানে চাইলে শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের রেজাল্ট ওয়েবসাইটে Degree 3rd Year Result প্রকাশ করবে। তবে অনেক শিক্ষার্থী ফলাফল ফলাফল দেখতে গিয়ে হিমশিম খেতে পারে।
কেননা রেজাল্ট প্রকাশ করার পরবর্তীতে ওয়েবসাইটে অনেক সময় সমস্যা হয়। যার কারণে সহজেই রেজাল্ট দেখা যায় না।
এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিক লিংক প্রকাশ করে। যেখান থেকে এই ফলাফল দেখা যায়।
আমরা এখানে সকল লিংক তুলে ধরছি। যেখান থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখে নিতে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী CGPA System
Letter Grade | Grade Point | Percentage Range |
A+ | 4.00 | 80% and above |
A | 3.75 | 75% to less than 80% |
A- | 3.50 | 70% to less than 75% |
B+ | 3.25 | 65% to less than 70% |
B | 3.00 | 60% to less than 65% |
B- | 2.75 | 55% to less than 60% |
C+ | 2.50 | 50% to less than 55% |
C | 2.25 | 45% to less than 50% |
D | 2.00 | 40% to less than 45% |
F | 0.00 | less than 40% |
- শিক্ষার্থী আর্থিক অনুদান ২০২৫ রেজাল্ট দেখুন
- সুখবরঃ উপবৃত্তির টাকা দেওয়া শুরু – কে কত টাকা পাবে ?
- ২০২৫ সালের উপবৃত্তির টাকা কবে দিবে ?
অনলাইনে Degree 3rd Year Result দেখার নিয়ম:
জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। নিচের নিয়ম অনুসরণ করুনঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সম্পর্কিত ওয়েবসাইটে যেতে হবে
- সার্চ অপশনে ডিগ্রি বাটনে ক্লিক করতে হবে
- এরপরে তৃতীয় বর্ষ অর্থাৎ থার্ড ইয়ার অপশন এ ক্লিক করতে হবে
- এরপরে পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে
- পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে
- পরীক্ষার সাল লিখতে হবে
- ছবিটা দেখানো সংখ্যাগুলো নিচের ঘরে লিখতে হবে
- সার্চ রেজাল্ট অপশন এ ক্লিক করলে রেজাল্ট চলে আসবে
- ওয়েবসাইট লিংক – http://results.nu.ac.bd/
এসএমএসের মাধ্যমে Degree 3rd Year Result দেখার নিয়মঃ
অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার সুযোগ রেখেছে।
এক্ষেত্রে ডিগ্রির ফলাফল দেখার জন্য শিক্ষার্থীকে সঠিকভাবে এসএমএস পাঠানোর নিয়ম তুলে ধরছি।
যেখান থেকে শিক্ষার্থীর এসএমএস দেখে পাঠাতে পারবে। তবে অবশ্যই এসএমএস পাঠাতে নির্দিষ্ট চার্জ কেটে নেয়া হবে।
তাই মোবাইলে ব্যালেন্স রেখে এসএমএস পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন –
- NU স্পেস DEG স্পেস Roll Number
- পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে
শেষ কথাঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট প্রকাশ করার পরবর্তীতে ওয়েবসাইটের বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীরা রেজাল্ট পেতে দেরি হতে পারে।
তাই অপেক্ষা করতে হবে। এস এম এস এবং ওয়েবসাইট ব্যতীত অন্য কোন জায়গা থেকে ফলাফল দেখার ব্যবস্থা রাখা হয় না।
আরও পড়ুনঃ NU Masters Admission 2025 Apply – All Step

মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।