Shovon Study

Education News Website

SSC 2024 Math Suggestion 100% Common

আগামী ২৫ ফেব্রুয়ারি চলতি বছরে SSC 2024 Math বিষয়ের পরীক্ষা আয়োজন করা হবে। গণিতের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সাজেশন তুলে ধরেছি।

যেখান থেকে শিক্ষার্থীরা জেনে নিতে পারবে তাদের কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। অনেক শিক্ষার্থী কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে জানে না।

যার কারণে তারা সম্পূর্ণ বইয়ের উপর প্রস্তুতি গ্রহণ করে এবং তাদের প্রস্তুতি কিছুটা খারাপ হয়, তাই আমরা এখানে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো উপস্থাপন করছি। যেখান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন।

এসএসসি ২০২৪ নিয়ে আরও পড়ুনঃ

SSC 2024 Math সৃজনশীল সাজেশন

পরীক্ষায় ১১ টি সৃজনশীল প্রশ্ন আসবে যেখান থেকে শিক্ষার্থীদের সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এখানে বাধ্যতামূলক অপশনটি রয়েছে।

ক বিভাগ বীজগণিত থেকে তিনটি প্রশ্ন আসবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগ জ্যামিতি থেকে তিনটি প্রশ্ন আসবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে।

গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে ৩ টি প্রশ্ন আসবে এবং দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বশেষ ঘ বিভাগ পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন আসবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে।

বীজগণিত বিভাগ থেকে শিক্ষার্থীদের সর্বমোট তিনটি প্রশ্ন আসবে দুইটি আনসার করতে উত্তর দিতে হবে। এক্ষেত্রে যে অর্ধেকগুলো থেকে প্রশ্ন আসতে পারে তা হলো।

  • সেট
  • বীজগণিত সূত্র
  • সূচক ও লগারিদম
  • সসীম ধারা

জ্যামিতি বিভাগে সর্বমোট তিনটি প্রশ্ন আসবে যেখান থেকে শিক্ষার্থীদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে তা হল।

  • বৃত্ত
  • ব্যবহারিক জ্যামিতি
  • সম্পাদ্য ও উপপাদ্য
  • রেখা ও কোন

ত্রিকোণমিতি পরিমিতি অধ্যায় থেকে সর্বমোট তিনটি প্রশ্ন আসবে যেখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে।

  • ত্রিকোণমিতি
  • দূরত্ব ও উচ্চতা
  • পরিমিতি

সর্বশেষ পরিসংখ্যান অধ্যায় শিক্ষার্থীদের দুইটি প্রশ্ন আসবে। যেখান থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র পরিসংখ্যান অধ্যায়টি রয়েছে,

তাই এখানে আলাদা কোন সাজেশন নেই। তবে পরিসংখ্যান অধ্যায়ের গড় মধ্যক প্রচুরক মধ্যমান অজিব রেখা অংকন বহুভুজ অংকন শিখে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *